সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওভালের নায়ক, ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের সর্বোচ্চ উইকেটশিকারী। নিজের শহর হায়দরাবাদে রাজকীয় সংবর্ধনা পেলেন মহম্মদ সিরাজ। শীঘ্রই সিরাজকে সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা রয়েছে হায়দরাবাদ ক্রিকেট সংস্থার।
অ্যান্ডারসন- তেণ্ডুলকর ট্রফিতে স্বপ্নের ফর্মে ছিলেন সিরাজ। ‘ওয়ার্কলোড ম্যানেজমেন্ট’ ইস্যুতে সব টেস্ট খেলেননি জশপ্রীত বুমরাহ। পাঁচ ম্যাচের মধ্যে মাত্র তিনটিতে খেলেন তিনি। ফলে সিরিজে সিরাজই কার্যত ভারতীয় পেস ব্রিগেডের নেতৃত্ব দিয়েছেন। সবমিলিয়ে পাঁচ টেস্টে ১৮৫.৩ ওভার বল করেছেন তিনি, যা যে কোনও বোলারের থেকে বেশি। ২৩ উইকেট নিয়ে সিরিজের সর্বোচ্চ শিকারিও হয়েছেন তিনি। বিশেষত ওভাল টেস্টের শেষ দিনে একা হাতেই ইংল্যান্ড ব্যাটিং ধসিয়ে দেন সিরাজ। ম্যাচ শেষে ভারত অধিনায়ক শুভমান গিলও উচ্ছ্বসিত প্রশংসা করেন সিরাজের।
ঘরের ছেলের প্রত্যাবর্তনে খুশির হাওয়া হায়দরাবাদে। শীঘ্রই সিরাজকে সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা রয়েছে হায়দরাবাদ ক্রিকেট সংস্থার। সংবাদ সংস্থার কাছে হায়দরাবাদ ক্রিকেট সংস্থার এক কর্তা বলেছেন, “আমাদের সঙ্গে সিরাজের এখনও কথা হয়নি। তবে আমরা ওকে সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা করব। আপাতত তো ও কিছুদিন শহরেই থাকবে। ইংল্যান্ডের বিরুদ্ধে দেশের জার্সিতে ওর পারফরম্যান্স আমাদের কাছেও গর্বের বিষয়।” তেলেঙ্গানা পুলিশও সিরাজকে শুভেচ্ছা জানিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করেছে। তেলেঙ্গানা পুলিশ বলছে, মাঠের ভিতরে হোক বা বাইরে তেলেঙ্গানা পুলিশ সর্বদা কর্তব্যে অবিচল।
ওভাল টেস্টে সিরাজের নায়কোচিত পারফরম্যান্সের পর প্রাক্তন কোচ রবি শাস্ত্রী বলে দিয়েছিলেন, এবার হয়তো ডিএসপি থেকে এসপি পদে উন্নীত হবেন সিরাজ। স্বাভাবিকভাবেই গুঞ্জন, হায়দরাবাদ ক্রিকেট সংস্থা যেদিন সিরাজকে সংবর্ধনা দেবে সেদিন কি পুলিশের তরফেও তাঁর পদোন্নতির কথা ঘোষণা করা হতে পারে। যদিও পুলিশের তরফে কোনওরকম সরকারি ঘোষণা করা হয়নি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.