সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে আগুনে ফর্মে ছিলেন মহম্মদ সিরাজ। গোটা সিরিজে ১৮৬ ওভার বল করে ২৩টা উইকেটও তুলে নিয়েছিলেন। কিন্তু এশিয়া কাপের ভারতীয় দলে সুযোগ পাননি। যদিও সেই আক্ষেপ মিটতে পারে আইসিসির স্বীকৃতিতে। আইসিসি’র বিচারে আগস্ট মাসের সেরা বোলার হয়েছেন সিরাজ।
ইংল্যান্ডে পাঁচ টেস্টেই খেলেছেন সিরাজ। কোনও ওয়ার্কলোড ম্যানেজমেন্টের সমস্যা হয়নি। সিরিজে তাঁর উইকেট সংখ্যা ২৩। দুই দলের মধ্যে সিরাজই সর্বোচ্চ উইকেট শিকারি। তার মধ্যে ওভালে ভারতের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। দ্বিতীয় ইনিংসে ১০৪ রানে ৫ উইকেট নিয়ে ভারতকে সিরিজে সমতা ফেরাতে সাহায্য করেন। সব মিলিয়ে ওই টেস্টে তোলেন ৯ উইকেট। তার পুরস্কার হিসেবে মাসের সেরা হলেন।
স্বীকৃতি পেয়ে সিরাজ বলছেন, “আমি গর্বিত যে, নির্ণায়ক মুহূর্তগুলোতে আমি অবদান রাখতে পেরেছি। ইংল্যান্ডের সেরা ব্যাটিং লাইন আপকে, তাদের ঘরের মাঠে বল করা যথেষ্ট কঠিন কাজ ছিল। সেটাই আমার থেকে সেরাটা বের করে নিয়ে এসেছে। এই পুরস্কারটা আমার সতীর্থ ও সাপোর্ট স্টাফদের প্রাপ্য। তাদের ভরসায় আমি এগিয়ে যেতে পেরেছি।”
এই স্বীকৃতির জন্য তাঁর সঙ্গে লড়াই ছিল নিউজিল্যান্ডের ম্যাট হেনরি ও ওয়েস্ট ইন্ডিজের জেডন সেলসের। জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজের সেরা হয়েছেন ম্যাট হেনরি। দুটি টেস্টে ১৬ উইকেট তোলেন। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের জেডেন পাকিস্তানকে হারানোয় গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তিন ম্যাচে দশটি উইকেট ছিল তাঁর ঝুলিতে। তবে শেষ পর্যন্ত সিরাজকেই মাসের সেরা বেছে নেওয়া হয়। উল্লেখ্য, ওভাল টেস্টের পর নিজের কেরিয়ারের সেরা র্যাঙ্কিংয়ে উঠেছিলেন সিরাজ। এর আগে ২০২৪ সালের জানুয়ারিতে ১৬তম স্থানে উঠেছিলেন ভারতীয় পেসার। তবে এখন তিনি আছেন ১৫তম স্থানে।
He played a pivotal role in ‘s memorable performances during the tour of England recently!
Say hello to the ICC Men’s Player of the Month for August 2025!
Congratulations, Mohammed Siraj
— BCCI (@BCCI)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.