Advertisement
Advertisement
Mohammed Siraj

‘ইংল্যান্ড সিরিজ আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে’, দাপুটে বোলিংয়ের রহস্য ফাঁস করলেন সিরাজ

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিন চার উইকেট নিয়েছেন সিরাজ।

Mohammed Siraj opens up on brilliant bowling against West Indies
Published by: Anwesha Adhikary
  • Posted:October 3, 2025 8:47 am
  • Updated:October 3, 2025 8:47 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় দলের ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ অমীমাংসিতভাবে শেষ করার পিছনে তাঁর ভূমিকা ছিল সবথেকে বেশি। সেই মহম্মদ সিরাজ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিনই ভারতকে চালকের আসনে বসিয়ে দিয়েছেন। একাই নিয়েছেন চার উইকেট। এই সাফল্যের জন্য আমেদাবাদের সবুজ পিচকে কৃতিত্ব দিচ্ছেন ভারতীয় পেসার।

Advertisement

প্রথম দিনের শেষে সিরাজ বলছিলেন, “ভারতের মাটিতে অনুষ্ঠিত টেস্ট ম্যাচগুলিতে এই ধরনের সবুজ পিচে বল করার সুযোগ আমরা সাধারণত পাই না। ফলে এখানকার পিচে বল করার জন্য উন্মুখ হয়েছিলাম।” টেস্টের আগে আমেদাবাদের পিচে সবুজের ঘাসের আবরণ থাকলেও পরে তা ছেঁটে ফেলা হয়। তা সত্ত্বেও পিচ পেসারদের যথেষ্ট সাহায্য করেছে। তবে রস্টন চেজ তাঁর যে বলে আউট হন, তাতে তিনি নিজেও অবাক হয়ে গিয়েছেন।

সিরাজ বলছিলেন, “আমি সত্যিই চমকে গিয়েছিলাম। অতটা কাট করবে বুঝতে পারিনি।” ক্যারিবিয়ান বাকি ব্যাটারদের বিরুদ্ধে যে পরিকল্পনা করেছিলেন, তা বাস্তবায়িত হওয়ায় সিরাজ খুশি। একইসঙ্গে জানিয়েছেন, ইংল্যান্ডের বিরুদ্ধে পারফরম্যান্স তাঁর আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে অনেকটাই। তাঁর বক্তব্য, “ইংল্যান্ড সিরিজটা ভীষণই প্রতিদ্বন্দ্বিতামূলক ছিল। কোনও সন্দেহ নেই, ওই সিরিজ থেকে প্রচুর আত্মবিশ্বাস পেয়েছি। ইংল্যান্ডের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে ভালে পারফর্ম করলে অন্য ধরনের আত্মবিশ্বাস এনে দেয়। সেটা আমি উপলব্ধি করতে পারছি।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ