ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিন দিনের কম সময়ে ওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে প্রথম টেস্ট জয় পেয়েছে টিম ইন্ডিয়া। দুর্ধর্ষ বোলিং কিংবা একাধিক সেঞ্চুরিতে রানের উৎসবে মেতে উঠেছিল ভারত। এমন দাপুটে পারফরম্যান্সের পর আইসিসি’র র্যাঙ্কিংয়েও ভারতীয় ক্রিকেটারদের জায়গা উন্নতি হয়েছে। কেরিয়ারের সেরা র্যাঙ্কিংয়ে পৌঁছেছেন সিরাজ।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন উইকেট নেওয়া পেসার জশপ্রীত বুমরাহ টেস্টে শীর্ষস্থান ধরে রাখলেও প্রথম দশে নেই আর কোনও ভারতীয় বোলার। বুমরাহর রেটিং পয়েন্ট ৮৮৫। তবে, সিরাজ তিন ধাপ এগিয়ে দ্বাদশ স্থানে উঠে এসেছেন। একই সঙ্গে তাঁর কেরিয়ারের সেরা রেটিং পয়েন্টও অর্জন করেছেন। এই প্রথম আইসিসি র্যাঙ্কিংয়ে ৭০০ রেটিং পয়েন্টের গণ্ডি পেরলেন তিনি। এখন ৭১৮ পয়েন্টে রয়েছেন তিনি। উল্লেখ্য, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে সিরাজ সাত উইকেট নিয়েছিলেন।
আহমেদাবাদে ৪ উইকেট নেওয়ার পর কুলদীপ যাদব সাত ধাপ এগিয়ে ২১তম স্থানে পৌঁছেছেন। অন্যদিকে, ব্যাটে বলে ভরসা জোগাচ্ছেন রবীন্দ্র জাদেজা। ক্যারিবীয় দলের বিরুদ্ধে করেছেন ১০৪ রান। এর ফলে ৬ ধাপ উঠে এসে ব্যাটারদের তালিকায় তিনি এখন ২৫ নম্বরে।
টেস্ট অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন তিনি। অন্যদিকে, তাঁর সতীর্থ ওয়াশিংটন সুন্দর চার ধাপ এগিয়ে ১১ নম্বরে উঠে এসেছেন। অন্যদিকে, ব্যাটারদের তালিকায় প্রথম পাঁচ থেকে নেমে সপ্তমে নেমে গিয়েছেন যশস্বী জয়সওয়াল। আহমেদাবাদে প্রথম ইনিংসে সেঞ্চুরি করা কেএল রাহুল চার ধাপ এগিয়ে ৩৫তম স্থানে উঠে এসেছেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.