Advertisement
Advertisement
Mohammed Siraj

লর্ডস টেস্টে দল হারলেও মন জিতেছেন সিরাজ, হতাশা কাটিয়ে দিলেন প্রথম প্রতিক্রিয়া

চতুর্থ টেস্টে ভারতীয় দলে জোড়া বদলের সম্ভাবনা।

Mohammed Siraj's Heartfelt Note In His First Reaction After India's lost At Lord's
Published by: Sulaya Singha
  • Posted:July 15, 2025 9:22 pm
  • Updated:July 15, 2025 9:22 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লর্ডসে ৯ উইকেট হারিয়ে যখন খাদের কিনারে এসে দাঁড়িয়েছে ভারতীয় দল, তখন রবীন্দ্র জাদেজার সঙ্গে তাল মিলিয়ে লড়াইটা চালিয়ে গিয়েছিলেন মহম্মদ সিরাজ। শোয়েব বশিরের বলটা ঠিকভাবেই ডিফেন্সও করেছিলেন ভারতীয় পেসার। কিন্তু সেটাই যে ঘুরে গিয়ে বেল ভেঙে দেবে, তা বোধহয় নিয়তির লিখন ছিল। আর তাতেই ২২ রানে পরাস্ত হয় শুভমান গিলের টিম ইন্ডিয়া। হতাশায় ক্রিজের উপরই বসে পড়েন সিরাজ। প্রায় ২৪ ঘণ্টা পর নিজের সেই হতাশা নিয়ে এবার মুখ খুললেন তিনি।

Advertisement

মঙ্গলবার নিজের ইনস্টাগ্রামে লর্ডস টেস্টের একাধিক মুহূর্তের ছবি পোস্ট করেন সিরাজ। সেখানেই ক্যাপশনে লিখেছেন, ‘কিছু ম্যাচ সারাজীবন আপনার সঙ্গে থেকে যায়। তার ফলের জন্য নয়, জীবনের পাঠ দেওয়ার জন্য।’ অর্থাৎ তিনি যে এই ম্যাচ থেকে অনেক কিছু শিক্ষা নিলেন, সেকথাই জানিয়েছেন তারকা পেসার। আফসোসের বিষয় হল, এত কাছে এসেও ম্যাচ হারতে হল ভারতকে। প্রথমে জশপ্রীত বুমরাহ, তারপর সিরাজের সঙ্গে পার্টনারশিপ করে লড়াই চালিয়ে যাচ্ছিলেন জাদেজা। কিন্তু শেষপর্যন্ত আর লর্ডস জয় হল না। সিরাজ আর বুমরাহ যদি শেষ দুই উইকেটে রবীন্দ্র জাদেজার সঙ্গে অতক্ষণ ক্রিজে না থাকতেন, তাহলে অবশ্য জয়ের এত কাছাকাছি যেতেই পারত না ভারত! ম্যাচটা এত উত্তেজকও হত না। তবে হার-জিতের ঊর্ধ্বে একটা ‘খাঁটি’ টেস্ট ম্যাচ দেখার সুযোগ করে দিয়েছে ভারত।

লর্ডস টেস্ট হারায় চলতি অ্যান্ডারসন-তেণ্ডুলকর সিরিজে ১-২ পিছিয়ে গেল টিম ইন্ডিয়া। ২৩ জুলাই থেকে ওল্ড ট্যাফোর্ডে শুরু হতে চলা চতুর্থ টেস্টে সিরিজে সমতা ফেরাতে যে চাইবেন গিলরা, তা বলাইবাহুল্য। কিন্তু প্রশ্ন হল, সেই টেস্টে কি ঋষভ পন্থকে পাবে দল? লর্ডসে আঙুলে চোট পান তিনি। তাই মনে করা হচ্ছে, পরের টেস্টে না-ও খেলতে পারেন। সেক্ষেত্রে দলে ঢুকতে পারেন ধ্রুব জুড়েল। আবার ওল্ড ট্যাফোর্ডে বিশ্রাম দেওয়া হতে পারে বুমরাহকে। তাঁর জায়গায় আসতে পারেন অর্শদীপ। কারণ সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেননি প্রসিদ্ধ কৃষ্ণ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ