সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়া কাপের সুপার ফোরের ভারত-পাকিস্তান ম্যাচে হ্যারিস রউফের ‘প্লেন ক্র্যাশ সেলিব্রেশন’ নিয়ে কম আলোচনা চলছে না। পাক ক্রিকেটারদের ‘ভারতবিদ্বেষী’ সেলিব্রেশন নিয়ে অভিযোগ পর্যন্ত দায়ের করেছে ভারতীয় বোর্ড। এবার অনুরূপ কায়দায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সেলিব্রেশনের ছবি পোস্ট করে বিতর্কের আগুনে ঘি ঢেলেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড তথা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান মহসিন নকভি।
তাঁর পোস্টে দেখা গিয়েছে, রোনাল্ডো হাত দিয়ে বিমান ওড়ার ভঙ্গি করে উচ্ছ্বাসে মেতে উঠেছেন। সেই সেলিব্রেশন দেখে মনে হয়েছিল, একটি বিমান উড়তে উড়তে ভেঙে পড়েছে। গত ফেব্রুয়ারিতে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে এমন সেলিব্রেশন করেছিলেন সিআর৭। সেই ম্যাচে ওয়াসলের মুখোমুখি হয়েছিল আল নাসের। কিন্তু কিংবদন্তি ফুটবলার গোল করে কেন অমন সেলিব্রেশন করেছিলেন, তা অবশ্য এখনও জানা যায়নি।
ম্যাচের দিন বাউন্ডারি লাইনে ফিল্ডিং করছিলেন হ্যারিস রউফ। সেই সময় গ্যালারিতে থাকা ভারতীয় সমর্থকরা তাঁকে দেখে ‘কোহলি… কোহলি’ বলে চিৎকার জুড়ে দেন। ২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে রউফকে টানা দু’টি ছক্কা হাঁকিয়েছিলেন বিরাট কোহলি। ম্যাচও জিতেছিল ভারত। তাই কোহলির নামে স্লোগান দিয়ে রউফের কাটা গায়ে নুনের ছিটে দিয়েছিলেন দর্শকরা। দর্শকদের বিদ্রুপ সহ্য করতে পারেননি রউফ। সেই সময় ভারতীয় সমর্থকদের দিকে তাকিয়ে হাতের ইশারা করেন। তাতে ধরা পড়ে, উড়তে উড়তে ভূপাতিত হয়েছে বিমান। একবার নয়, বেশ কয়েকবার একই রকম ইঙ্গিত করেন ৩১ বছর বয়সি এই পাক ক্রিকেটার। এমনকী দর্শকদের দিকে হাতের আঙুল দিকে ‘৬-০’ দেখান তিনি। নেটদুনিয়ায় রউফের এই আচরণের বিরোধিতায় নেট নাগরিকরা।
কেন এমন করেছিলেন রউফ? মে মাসে অপারেশন সিঁদুরের সময় ছ’টি ভারতীয় যুদ্ধবিমান ধ্বংসের দাবি তোলা হয় পাকিস্তানের পক্ষ থেকে। যদিও সেই দাবি উড়িয়ে দিয়েছিল ভারতীয় সেনা। রউফ মুখে কিছু না বললেও ইঙ্গিতে সে-কথাই বলেছেন বলে মনে করছেন নেটিজেনরা। পহেলগাঁও হামলার পর ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্কে ব্যাপক অবনতি হয়েছে। তার মধ্যেও দুই দেশ একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছে। এই পরিস্থিতিতে রউফের এহেন আচরণকে ‘ক্ষমার অযোগ্য’ বলে দাবি তুলে পাক ক্রিকেটারের সমালোচনায় মুখর হয়েছিল নেটদুনিয়া।
এই সরগরম পরিস্থিতিতে নকভির এই পোস্ট বিতর্ক আরও বাড়িয়ে দিয়েছে। তিনি একাধারে পিসিবি প্রধান। অন্যদিকে, এশিয়ান ক্রিকেট কাউন্সিলেরও প্রধান। নেটিজেনদের প্রশ্ন, কীভাবে তিনি এই ধরনের পোস্ট করতে পারেন? তবে, নকভির এ ধরনের পোস্টের কারণ বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। রউফ যেভাবে ‘ফাইটার জেট ক্ল্যাশ’ সেলিব্রেশন করেছিলেন, হয়তো সেটাই এই পোস্টের মাধ্যমে উসকে দিলেন নকভি।
Shame on BCCI for playing Asia Cup despite knowing that Mohsin Naqvi was chairman of ACC!!
Mohsin Naqvi is interior(home) minister of Pakistan who was involved with Pakistan’s army in terrorist attack on India between April-May 2025.
Now after this post, BCCI should use their…
— Rajiv (@Rajiv1841)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.