সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ট্রফি ‘চুরি’ করেছেন মহসিন নকভি। মানে, এশিয়া কাপ জিতেছে ভারত, আর ট্রফি আটকে রেখেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি। ফাইনালে পাক-বধের পর কী কী ঘটেছে, সেগুলো আর নতুন কিছু নয়। কিন্তু শেষ পর্যন্ত কি ট্রফি ফেরত দেবেন নকভি? জানা গিয়েছে, তিনি নাকি রাজি হয়েছেন। তবে একটা শর্তও আছে।
আসলে, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সজোরে ‘থাপ্পড়’ খেয়েছেন নকভি। যিনি কি না পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ও পাকিস্তানের মন্ত্রীও। ফলে ‘প্রতিশোধ’ নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছেন তিনি। এবার তাঁর নতুন ফাঁদ, ভারতকে ট্রফি দিতে তৈরি। তবে তার জন্য একটি বিশেষ অনুষ্ঠান করতে চান তিনি। একটি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইটের মতে, সেই অনুষ্ঠানে তিনি নিজেও উপস্থিত থাকতে চান। অর্থাৎ নিজেই সূর্যকুমারদের হাতে ট্রফি ও মেডেল তুলে দিতে চান।
এই প্রস্তাবে যে বিসিসিআই রাজি হবে না, তা বলাই বাহুল্য। ভরা মঞ্চে যেখানে পাক মন্ত্রীর থেকে পুরস্কার নিতে রাজি হয়নি, সেখানে ‘বিশেষ অনুষ্ঠানে’ তো প্রশ্নই ওঠে না। ফাইনালের আগেই ভারতীয় বোর্ডের তরফে জানিয়ে দেওয়া হয়েছিল, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান হলেও পাক বোর্ডের চেয়ারম্যান তথা সেদেশের মন্ত্রী নকভির হাত থেকে ট্রফি নেবে না টিম ইন্ডিয়া। এদিকে নকভি পুরস্কার বিতরণী মঞ্চ ‘আলো’ করে দাঁড়িয়ে। তিনি যে ট্রফি দেওয়ার জন্য আটঘাট বেঁধেই এসেছেন, বুঝতে অসুবিধা হয়নি ভারতের। তাই আর ট্রফিই নিতে যাননি সূর্যকুমার যাদবরা। ট্রফি না পেয়ে সূর্যকুমাররা ট্রফি ছাড়াই সেলিব্রেট করেন।
এশিয়া কাপ ট্রফি নিয়ে চম্পট দেওয়ায় নকভি গোটা ক্রিকেটপৃথিবীর কাছে হাস্যাস্পদ হয়ে উঠেছেন। ভারতীয় বোর্ডও যথাযোগ্য ব্যবস্থা নিচ্ছে। খবর যা, আগামী নভেম্বরের আইসিসি বৈঠকে ক্ষিপ্ত ভারতীয় বোর্ড কর্তারা এশীয় ক্রিকেট কাউন্সিলের প্রধানের পদ থেকে অপসারণ চাইবেন নকভির। জোরালো দাবি পেশ করা হবে। অনেকেই মনে করছেন, ভারতীয় বোর্ডের সঙ্গে সংঘাতের ফলে নকভির পক্ষে এরপর এশীয় ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান পদ টিকিয়ে রাখা অত্যন্ত কঠিন হবে। অপকর্মের জন্য তাঁকে না এবার ঘাড়ধাক্কা দিয়ে পদ থেকে বের করে দেওয়া হয়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.