Advertisement
Advertisement
Mohsin Naqvi

এশিয়া কাপ ফাইনালে সূর্যদের থেকে ‘থাপ্পড়’ খাওয়ার পুরস্কার! পাকিস্তানে সোনার মেডেল পাচ্ছেন নকভি

মঞ্চে দাঁড়িয়ে নিজেকে 'কার্টুন' বলে মনে হচ্ছিল পিসিবি চেয়ারম্যানের।

Mohsin Naqvi to receive special gold medal for firm stance in Asia Cup standoff with India
Published by: Arpan Das
  • Posted:October 3, 2025 3:50 pm
  • Updated:October 3, 2025 3:50 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের কাছে মাঠে ও মাঠের বাইরে পর্যুদস্ত হয়েছে পাকিস্তান। এশিয়া কাপ ফাইনালে পিসিবি চেয়ারম্যানকে ‘থাপ্পড়’ মেরেছিলেন সূর্যকুমাররা। পাক মন্ত্রীর হাত থেকে ট্রফি নেননি ভারতীয় ক্রিকেটাররা। মঞ্চে দাঁড়িয়ে নিজেকে ‘কার্টুন’ বলে মনে হচ্ছিল নকভির। সেই ‘থাপ্পড়’ খাওয়ার পুরস্কার পাচ্ছেন তিনি। পাকিস্তানে সোনার মেডেল পাচ্ছেন নকভি।

Advertisement

খাতায়-কলমে পুরস্কারের নাম শহীদ জুলফিকার আলি ভুট্টো এক্সেলেন্স গোল্ড মেডেল। নকভি কেন পাচ্ছেন? কারণ, তিনি নাকি এশিয়া কাপ ফাইনালে ভারতের বিরুদ্ধে ‘দৃঢ়তার সঙ্গে নৈতিক অবস্থান’ বজায় রেখেছিলেন। জানা গিয়েছে, করাচি বাস্কেটবল সংস্থার প্রধান গুলাম আব্বাস জামাল এই পুরস্কার ঘোষণা করেছেন। পাকিস্তানের এক সংবাদমাধ্যমের মতে, করাচিতেএই অনুষ্ঠান হবে। আর সেখানে উপস্থিত থাকতে পারেন পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো জারদারি।

এশিয়া কাপে শর্ত চাপিয়ে ভারতকে ট্রফি ফেরত দেওয়ার কথা জানিয়েছিলেন নকভি। বলেছিলেন, দুবাইয়ে গিয়ে ট্রফি নিয়ে যেতে হবে সূর্যকুমার যাদবকে। তারপরেই শোনা যায়, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভায় নরম সুরে কথা বলেছিলেন নকভি। যদিও পরে সেটা অস্বীকার করেন। কিন্তু এশিয়া কাপের ট্রফি ‘চুরি’ করে প্রবল চাপে পাক ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নকভি।

উল্লেখ্য, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠকেও পাকিস্তানের মন্ত্রীকে তুলোধোনা করে বিসিসিআই। এই ট্রফি তো নকভির ব্যক্তিগত বা পৈতৃক সম্পত্তি নয়। ফলে তিনি ট্রফি ও মেডেল নিজের সঙ্গে করে হোটেলের ঘরে নিয়ে যেতে পারেন না। তাতে নকভি পালটা যুক্তি সাজান, ভারত যে তাঁর হাত থেকে ট্রফি নেবে না, সেটা মৌখিকভাবে বলা হয়েছিল। লিখিতভাবে জানানো হয়নি। তাই তিনি ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মঞ্চে তাঁকে দীর্ঘক্ষণ দাঁড় করিয়ে রাখা হয়েছিল। নকভির কথায়, “নিজেকে কার্টুনের মতো লাগছিল।” মোদ্দা কথা, তাঁকে চরম ‘অপ্রস্তুত’ অবস্থায় পড়তে হয়। সেটাকেই সাফল্য হিসেবে দেখছে পাকিস্তান।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ