ফাইল ছবি
স্টাফ রিপোর্টার: স্থানীয় ক্রিকেটের আসন্ন মরশুমের জন্য নতুন করে দল গড়ল মোহনবাগান। সবুজ-মেরুন ক্লাবের তরফ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘মোহনবাগান আসন্ন মরশুমের জন্য ক্রিকেট দল ঘোষণা করতে পেরে গর্বিত। ভারতীয় ক্রিকেটে তার সমৃদ্ধ ঐতিহ্য বজায় রাখতে ক্লাবটি একটি শক্তিশালী দল গঠন করেছে।’
এবছর দলে নেওয়া হয়েছে অভিমন্যু ঈশ্বরণ, অনুষ্টুপ মজুমদার, সাকির হাবিব গান্ধী, অরিন্দম ঘোষ, অভিষেক রামন, বিবেক সিং, আমির গণি, কাইফ আহমেদ, প্রদীপ্ত প্রামাণিকের মতো ক্রিকেটারকে। এছাড়াও আছেন রাজকুমার পাল, জেসাল কারিয়া, প্রিনান দত্ত, রবি কুমারের মতো স্থানীয় ক্রিকেটের চেনা মুখ।
গত বছরের দল থেকে পেসার ঈশান পোড়েল ছাড়া তেমন কোনও ক্রিকেটারকে ধরে রাখেনি সবুজ-মেরুন শিবির। কোচ হয়েছেন সঞ্জীব গোয়েল। বুধবার সিএবি-তে সই পর্ব সারবে মোহনবাগান। বুধবার সই পর্ব সারবে মহামেডানও। গত বছর দলে থাকা সুদীপ চট্টোপাধ্যায়, নীলকান্ত দাস, বি অমিত, ঋত্বিক চট্টোপাধ্যায়, গীতিময় বসুরা এবারও খেলবেন সাদা-কালো জার্সিতে। অন্যদিকে, এবছর বড়িশা স্পোর্টিংয়ে থেকে গেলেন অভিষেক পোড়েল, করণ লাল, সুমন্ত গুপ্তরা। জয়জিৎ বসু সই করলেন কালীঘাটে।
মোহনবাগান স্কোয়াড
অভিমন্যু ঈশ্বরণ, অনুষ্টুপ মজুমদার,. শাকির হাবিব গান্ধী, অরিন্দম ঘোষ,. অভিষেক রমন, বিবেক সিং, প্রদীপ্ত প্রামাণিক, আমির গণি, রাজকুমার পাল, কাইফ আহমেদ, ঈশান পোড়েল, রবি কুমার, দীপক কুমার, প্রদীপ কুমার, জেসাল কারিয়া, চিরাগ গান্ধী, প্রীনন দত্ত, তুহিন ব্যানার্জি, কুন্তল মুখোপাধ্যায়
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.