ছবি সিএবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার ক্রিকেটেও শিরোপা জয় মোহনবাগানের। অলরাউন্ড পারফরম্যান্সের সুফল পেল তারা। ব্যাটে বলে দাপট দেখিয়ে সিএবি’র জুনিয়র অনূর্ধ্ব-১৫ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সবুজ-মেরুন ব্রিগেড। সোমবার মেনল্যান্ড সম্বরণ ক্রিকেট অ্যাকাডেমিকে ৭ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে গোষ্ঠ পাল সরণির ক্লাব।
দ্বিতীয় দিন মোহনবাগানের জয়ের জন্য দরকার ছিল মাত্র ৭৯ রান। সল্টলেকের জেইউ ক্যাম্পাস গ্রাউন্ডে সেই লক্ষ্য ৩ উইকেট হারিয়ে মাত্র ১৪.৩ ওভারেই অর্জন করে নিল সবুজ-মেরুন। দিতিরাজ নাথ ৪০ বলে ৪২ রানের ম্যাচজয়ী ইনিংস উপহার দেয়।
সম্বরণ ক্রিকেট অ্যাকাডেমির হয়ে ত্রিপর্ণা সামন্ত, শ্রেয়ান চৌধুরী, শচীন একটি করে উইকেট দখল করে। এর আগে প্রথম দিনে ৪৫ ওভারে মাত্র ৭৮ রানে অলআউট হয়ে যায় সম্বরণ অ্যাকাডেমি। চিরন্তন সাউ (১৮), সৌজন্য রায় (১৫*) ছাড়া আর কোনও ব্যাটারের রান বলার মতো ছিল না।
মোহনবাগানের হয়ে, মহম্মদ জিশান খান নেন ৩৩ রানে ৩ উইকেট। জিশানকে সিরিজের সেরা ক্রিকেটারের পুরস্কার দেওয়া হয়েছে। অরিত্র দেবনাথের শিকার ২০ রানে ২ উইকেট। বৃষ্টির কারণে খেলাটি ৬৫ ওভারে হয়েছে। ম্যাচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়-সহ অন্যান্য কর্তারাও।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.