Advertisement
Advertisement
MS Dhoni

চেন্নাই ছেড়ে মুম্বইয়ের পথে ধোনি? গুঞ্জনের মাঝেই ‘পাইলট’ হওয়ার লাইসেন্স পেলেন মাহি

হঠাৎ কেন ধোনিকে নিয়ে জল্পনা শুরু?

MS Dhoni becomes certified drone pilot
Published by: Arpan Das
  • Posted:October 7, 2025 8:26 pm
  • Updated:October 7, 2025 8:26 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যন্ত্রপাতির প্রতি তাঁর প্রেম নতুন কিছু নয়। বাড়িতে গাড়ির বিরাট কালেকশন আছে, তার দেখভালের অনেকটা কাজ তিনি একাই করেন। নতুন টেকনোলজির প্রতি আগ্রহের অন্ত নেই। এবার মহেন্দ্র সিং ধোনির মুকুটে নতুন পালক। ড্রোন ওড়ানোর লাইসেন্স পেলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। এর সঙ্গে তিনি চেন্নাই ছেড়ে মুম্বই ইন্ডিয়ান্সে যাচ্ছেন কি না, সেই নিয়ে জল্পনা শুরু হয়েছে। 

Advertisement

মঙ্গলবার তিনি সোশাল মিডিয়ায় ঘোষণা করেছেন, সরকারিভাবে ‘ড্রোন পাইলট’ লাইসেন্স পেয়েছেন। ভারতের একটি বড় ড্রোন প্রস্তুতকারক সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর তিনি। চেন্নাইয়ে ডিজিসিএ অনুমোদিত রিমোট পাইলট ট্রেনিং অর্গানাইজেশনে ড্রোন পাইলট প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করেছেন। ওই সংস্থা থেকে প্রায় ২৫০০ জনকে ড্রোন পাইলটের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

ধোনিকে নিয়ে ওই সংস্থার সিইও বলেন, “মাহি ভাই আমাদের অনুপ্রেরণা। তিনি আমাদের সংস্থায় ট্রেনিং করা ও লাইসেন্স পাওয়া আমাদের জন্য বিশেষ প্রাপ্তি। উনি খুব দ্রুত শিখে নিয়েছেন এবং শেখার প্রতি খুব আগ্রহী ছিল। উনি মনে করেন, আমাদের প্রচেষ্টা ড্রোন তৈরিতে বিপ্লব আনবে।” উল্লেখ্য, বাণিজ্যিক কারণে ব্যবহৃত ২৫০ গ্রামের বেশি ওজনের ড্রোনের জন্য লাইসেন্স প্রয়োজন ও ড্রোন রেজিস্টার করতে হয়।

এর মধ্যে ধোনিকে নিয়ে অন্য এক চর্চা শুরু হয়েছে। সম্প্রতি তাঁকে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে দেখা যায়। অথচ ধোনি ও চেন্নাই সুপার কিংস সমার্থক। আইপিএলে কাদের বেশি দাপট সেই নিয়ে দুই দলের সমর্থকদের মধ্যে তর্কবিতর্কও হয়। সেখানে ধোনিকে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে দেখা যাওয়া মানে সেই নিয়ে তো চর্চা হবেই। নেটিজেনরাও তর্কবিতর্কে মেতেছেন, তাহলে কি চেন্নাই ছেড়ে মুম্বইয়ের পথে চলেছেন ধোনি? 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ