সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিরাট কোহলি (Virat Kohli) ও মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) সম্পর্কের কথা জানে গোটা ভারত।
কোহলি নিজেও একাধিক বার বলেছেন তা। বিরাট যখন ফর্মে ছিলেন না তখন তাঁকে নিয়ে সমালোচনা হয়েছে। প্রাক্তনরা ‘গেল গেল’ রব তুলেছেন। কোহলিকে বলতে শোনা গিয়েছিল, সবার কাছেই তো আমার ফোন নম্বর রয়েছে। টিভিতে আমার ভুল না ধরিয়ে দিয়ে সরাসরি আমাকেই তো প্রাক্তনরা ফোন করতে পারেন। নেতৃত্ব ছাড়ার পরে বিরাটকে একমাত্র মেসেজ করেছিলেন স্বয়ং ধোনি। সে কথাও জানিয়েছিলেন বিরাট কোহলি।
দুই তারকার সম্পর্ক কতটা গভীর, তা আরও একবার জানা গেল। চেন্নাই সুপার কিংসের ড্রেসিং রুমের একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, ধোনি বক্তব্য রাখছেন। ধোনির পূর্ণাঙ্গ বক্তব্য শোনা যায়নি। তবে যেটুকু শোনা গিয়েছে, তাতে ধোনি তাঁর সতীর্থদের উদ্দেশে বলেছেন, ”বিরাট কিন্তু প্রথম বল এভাবে খেলে না। ও সবসময়ে এভাবে খেলে।” কোহলির টেকনিক প্রসঙ্গে সতীর্থদের সতর্ক করে দিচ্ছেন ধোনি।
Dhoni talking to one of the CSK members by mentioning the name of Virat Kohli.
— Johns. (@CricCrazyJohns)
এদিকে, আইপিএলের পয়েন্ট তালিকায় চেন্নাই সুপার কিংস রয়েছে দ্বিতীয় স্থানে। প্রথম স্থানে গুজরাট টাইটান্স। তিন ও চারে লখনউ সুপারজায়ান্টস ও রাজস্থান রয়্যালস। পয়েন্ট তালিকায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও মুম্বই ইন্ডিয়ান্স রয়েছে যথাক্রমে পাঁচ ও ছয় নম্বরে। উল্লেখ্য,শনিবার মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়েছে ধোনির চেন্নাই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.