Advertisement
Advertisement
MS Dhoni

ভক্তদের ভালোবাসা থেকে ট্রেডমার্কের ছাপ, ‘ক্যাপ্টেন কুল’ নাম কিনছেন ধোনি

নতুন অভিযানে পা মাহির?

MS Dhoni files for trademark of iconic nickname 'Captain Cool'
Published by: Arpan Das
  • Posted:June 30, 2025 6:09 pm
  • Updated:June 30, 2025 6:20 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেউ বলেন থালা, কেউ বলেন মাহি। আবার যেভাবে ঠান্ডা মাথায় নেতৃত্ব দেন, তার জন্য ‘ক্যাপ্টেন কুল’ নামেও পরিচিত মহেন্দ্র সিং ধোনি। সেটা তো ভক্তদের দেওয়া ভালোবাসার নাম। কিন্তু সেই নামকে এবার ট্রেডমার্ক করার জন্য আবেদন ধোনির। গত ১৬ জুন সরকারিভাবে ট্রেডমার্ক রেজিস্ট্রি পোর্টালে আবেদনটি দেখা যাচ্ছে। 

যতই বিপদ আসুক না কেন, সব সময় ঠান্ডা মাথায় নেতৃত্ব দিয়েছেন। মাঠে রেগে গিয়েছেন, এরকম ঘটনা খুব অল্পই ঘটেছে। আর ধোনির ঠান্ডা মাথার নেতৃত্বের জন্য বহু ম্যাচ কঠিন পরিস্থিতি থেকে জিতেছে টিম ইন্ডিয়া। এবার থেকে ‘ক্যাপ্টেন কুল’ আখ্যার স্বত্ব সমস্ত রকম ট্রেনিং বা কোচিংয়ের ক্ষেত্রে শুধু ধোনির নামেই থাকবে। ধোনির আইনজীবী মানসী আগরওয়াল বিষয়টি নিশ্চিতও করেছেন। 

তবে ‘ক্যাপ্টেন কুল’ নামটিকে ট্রেডমার্ক করার কাজটি সহজ ছিল না। যখন ধোনির পক্ষ থেকে প্রথম ট্রেডমার্কের জন্য আবেদন করে, তখন টেডমার্ক আইনের ১১ (১) ধারায় আপত্তি উঠেছিল। এই একই ধরনের ট্রেডমার্ক যেহেতু ইতিমধ্যেই রেকর্ডে রয়েছে, তাই হয়তো বিভ্রান্তি তৈরি করতে পারে। কিন্তু ধোনির আইনজীবীর তরফ থেকেও বলা হয়, এই নামটি ধোনির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। সমর্থকরা ও সংবাদমাধ্যম বহুদিন ধরেই ধোনিকে এই নামে ডেকে এসেছে। ফলে এই নামটি এক অর্থে ধোনির পরিচিতির অংশ হয়ে গিয়েছে। তাছাড়া ‘ক্যাপ্টেন কুল’ ট্রেডমার্কটি শুধুমাত্র খেলা ও বিনোদনের দুনিয়াতেই ব্যবহার হবে। যেহেতু এই ক্ষেত্রে নামটির স্বত্ব অন্য কোথাও নেই ফলে বিভ্রান্তির প্রশ্নই ওঠে না।

আসলে, এই নামটি শুধুমাত্র বহুল পরিচিত বলে নয়। ধোনিকে কেন্দ্র করে যে বিরাট ব্যবসায়িক ক্ষেত্র আছে, সেটাও ট্রেডমার্ক করার ক্ষেত্রে মাথায় রাখা হচ্ছে বলে মনে করা হচ্ছে। ব্যবসার ক্ষেত্রে এই নিজস্ব পরিচিতি অত্যন্ত প্রয়োজনীয়। অনেকে বলছেন, ক্রিকেট মাঠে যেরকম তাঁর মস্তিষ্ক সদা সতর্ক, মাঠের বাইরে অন্য ক্ষেত্রেও একই রকম।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement