সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিনেমায় অভিষেক হচ্ছে মহেন্দ্র সিং ধোনির? বিজ্ঞাপনের দুনিয়ায় তো প্রায়ই দেখা যায় থালাকে। এবার একটি সিনেমার টিজারে নয়া অবতারে পাওয়া গেল তাঁকে। বলিতারকা আর মাধবনকে পাশে নিয়ে মারকাটারি অ্যাকশন অবতারে হাজির মাহি। বন্দুকে চলছে ঠাঁইঠাঁই গুলির বর্ষণ। তারপরই ধোনির বলিউড অভিষেক নিয়ে জল্পনা ছড়িয়েছে। তবে সত্যিই মাধবনের সঙ্গে সিনেমা করছেন, নাকি পুরোটাই চমক, তা এখনও নিশ্চিত নয়।
সেসব নাহয় পরে জানা যাবে। আপাতত মাধবন সোশাল মিডিয়ায় যে ভিডিও পোস্ট করেছেন, তা দেখে চমকে উঠেছেন দেশের ক্রিকেটভক্তরা। কালো পোশাক, চোখে কালো চশমা। হাতে বন্দুক। কখনও গাড়ির উপর দিয়ে ঝাঁপিয়ে পড়ছেন, কখনও মাধবনের পাশে গুলি চালিয়ে ভিলেনদের আক্রমণ করছেন। কে বলবে তিনি ‘ক্যাপ্টেন কুল’?
ভক্তদের মধ্যে জল্পনা বাড়িয়েছে মাধবনের পোস্টের ক্যাপশন। যেখানে লেখা আছে, সিনেমার নাম ‘দ্য চেজ’। পরিচালক ভাসান বালা। যিনি এর আগে আলিয়া ভাটকে নিয়ে ‘জিগরা’ সিনেমা বানিয়েছেন। সঙ্গে লেখা- ‘ওয়ান মিশন, টু ফাইটারস’। কীরকম ফাইটার চাই, সেটাও বলে দেওয়া হয়েছে। একজন হৃদয় দিয়ে ভাবে, সেই চরিত্রে আছেন মাধবন। আরেকজন মস্তিষ্ক দিয়ে ভাবে। সেটার জন্য ধোনির থেকে আদর্শ আর কে আছে? অতএব দুজনে মিলে শত্রুনিধন যজ্ঞে অবতীর্ণ।
ধোনিকে হিরো রূপে দেখে মুগ্ধ ভক্তরা। অনেকেই ধোনির অভিনয় প্রতিভার প্রশংসা করছেন। আবার ধোনি নিজে সিনেমায় অভিনয় না করলেও, তাঁকে নিয়ে সিনেমা হয়েছে। কিন্তু এবার সত্যিই কি তাঁকে রুপোলি পর্দায় দেখা যাবে? উত্তরটা আপাতত অজানা। আর ধোনি মানেই তো অজস্র চমক। তার অপেক্ষায় রয়েছে অসংখ্য ভক্ত।
View this post on Instagram
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.