Advertisement
Advertisement
MS Dhoni

মাহি মার রহা হ্যায়… চেন্নাই জার্সিতে অনুশীলনে নেমেই ছক্কা হাঁকালেন ধোনি

সোশাল মিডিয়ায় সেই দৃশ্যের ভিডিওই এখন ক্রিকেটপ্রেমীদের চর্চায়।

MS Dhoni hits huge sixes on CSK's pre-season camp in Chennai
Published by: Sulaya Singha
  • Posted:March 1, 2025 10:11 am
  • Updated:March 1, 2025 10:17 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বয়স ৪৩ বছর। কিন্তু ব্যাট হাতে তেজ সেই তেইশের মতোই। বয়সকে তুড়ি মেরে আবারও নেটে স্বমহিমায় ধরা দিলেন মহেন্দ্র সিং ধোনি। চেন্নাই সুপার কিংসের প্রি-সিজন ক্যাম্পে ব্যাট করতে নেমেই ছক্কা হাঁকালেন ক্যাপ্টেন কুল। সোশাল মিডিয়ায় সেই দৃশ্যের ভিডিওই এখন ক্রিকেটপ্রেমীদের চর্চায়।

Advertisement

শুক্রবার থেকে ১০ দিনের প্রাক মরশুম ক্যাম্প শুরু করেছে পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই। আর প্রথম দিনই চেনা ছন্দে ধোনি। গতবারের আইপিএলের পর মাঝখানে কেটে গিয়েছে প্রায় একটা বছর। সেই বিরতি থেকে ফিরেই ধোনি বোঝালেন, তাঁর ব্যাটে বিন্দুমাত্র জং ধরেনি। পারফরম্যান্সে পড়েনি বয়সের ছাপও। নেটদুনিয়ায় যে ভিডিওটি ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে প্রথমে ব্যাট হাতে দু-চারটে ডেলিভারি ডিফেন্ড করার পরই হাত খুলে ব্যাট চালালেন মাহি। নেটে স্পিনারদের সঙ্গে অনুশীলনের সময় বল বাউন্ডারির বাইরে পাঠান তিনি। ১০ দিনের জোরদার এই প্রশিক্ষণ ক্যাম্পে ধোনি যে আবারও বিপক্ষ বোলারদের ঘুম ওড়ানোর ফর্মে ফিরে আসবেন, সেই ইঙ্গিতই দিয়ে রাখলেন প্রথমদিন।
হাই-পারফরম্যান্স সেন্টারে যোগ দিয়েছেন অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়, রবিচন্দ্রন অশ্বিনরা। কোচ স্টিফেন ফ্লেমিংয়ের অনুপস্থিতিতে বোলিং কোচ শ্রীধরণ শ্রীরামের তত্ত্বাবধানেই প্র্যাকটিস সারলেন ক্রিকেটাররা।

উল্লেখ্য, চেন্নাইয়ে পা রেখেই নতুন করে অবসরের জল্পনা উসকে দিয়েছিলেন ধোনি। যাবতীয় আলোচনা শুরু হয়েছিল তাঁর কালো টি-শার্ট নিয়ে। যেখানে সেনা বাহিনীর মর্স কোডের উল্লেখ ছিল। সেই কোড অনুযায়ী লেখা, ‘ওয়ান লাস্ট টাইম।’ অর্থাৎ শেষবারের মতো খেলতে নামছেন। যদিও চ্যাট জিপিটির মতে, ধোনির টিশার্টে ‘লাস্ট’ শব্দের কোড ভুল রয়েছে। কিন্তু নেটিজেনরা মনে করছিলেন, ধোনি সবসময় অভিনব ঢঙে অবসর নেওয়ার ঘোষণা করেছেন। এবারও হয়তো তেমনই করবেন। তবে মাহির ফিটনেস এবং ব্যাটিং দেখে একবাক্যে যেন ভক্তরা বলে উঠছেন, ‘যেতে নাহি দিব।’

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ