ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৩০ সেপ্টেম্বর থেকে শুরু মহিলা ওয়ানডে বিশ্বকাপ। এবারের বিশ্বকাপ যৌথভাবে ভারত এবং শ্রীলঙ্কা আয়োজন করবে। পাকিস্তান তাদের সমস্ত ম্যাচ খেলবে শ্রীলঙ্কায়। আগামী ২ অক্টোবর যাদের অভিযান শুরু হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে। তার আগে এক সাক্ষাৎকারে পাকিস্তান অধিনায়ক ফতিমা সানা বলে দিয়েছেন তাঁর অনুপ্রেরণার নাম মহেন্দ্র সিং ধোনি। তবে, বিশ্বকাপের কথা ভাবলে এখন থেকেই তাঁর চাপ লাগার কথা গোপন করেননি তিনি।
‘‘প্রথম প্রথম নার্ভাস লাগা স্বাভাবিক। কারণ, বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে পাকিস্তানের নেতৃত্ব দেব আমি। কিন্তু আমি মহেন্দ্র সিং ধোনির থেকে অনুপ্রেরণা নিই,’’ বুধবার বলে দিয়েছেন সানা। সঙ্গে যোগ করেছেন, ‘‘আমি ধোনিকে দেখেছি কীভাবে ভারত আর চেন্নাই সুপার কিংসকে নেতৃত্ব দেয়। ওর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, নিজেকে ঠান্ডা রাখতে পারা সত্যিই শেখার মতো। আমাকে ধোনির মতো হতে হবে। আমি ধোনির সাক্ষাৎকারও শুনি। সেখান থেকে শেখার চেষ্টা করি।’’
এখন আইপিএল খেললেও ধোনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন প্রায় পাঁচ বছর হয়ে গেল। তার এক বছর আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় সানার। আজ পর্যন্ত পাঁচ বার মহিলা ওয়ানডে বিশ্বকাপ খেলেছে পাকিস্তান। ট্রফি জেতা দূরে থাক। প্রথম ম্যাচ তারা জিতেছে গত বিশ্বকাপে।
‘‘আশা করছি, এবার সেই অভিশাপ কেটে যাবে। কারণ, প্লেয়াররা জানে এই টুর্নামেন্টটা পাকিস্তান ক্রিকেটের জন্য ঠিক কতটা গুরুত্বপূর্ণ। আমরা অতীত নিয়ে ভাবছি না। আমার টার্গেট টিমকে সেমিফাইনাল নিয়ে যাওয়া,’’ বলতে থাকেন ফতিমা। ‘‘আমাদের দেশে মহিলা ক্রিকেটকে কেরিয়ার অপশন হিসেবে সেভাবে গুরুত্ব দেওয়া হয় না। কিন্তু আমরা যদি ভালো পারফর্ম করতে পারি, তা হলে বিরাট তফাত হয়ে যাবে। ভালো খেলতে পারলে পাকিস্তানের মেয়েরা ক্রিকেটকে কেরিয়ার হিসেবে নিতে উৎসাহী হবে।’’
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.