Advertisement
Advertisement

Breaking News

MS Dhoni

‘২২ বছর বয়সিরাও…’ খারাপ ফর্ম নিয়ে সমালোচকদের খোঁচা, পরের আইপিএলেও খেলবেন ধোনি!

'বহুদিন বাড়ি ফিরিনি', আইপিএল শেষে বলছেন মাহি।

MS Dhoni opens up on playing IPL next year
Published by: Anwesha Adhikary
  • Posted:May 25, 2025 8:31 pm
  • Updated:May 25, 2025 8:31 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরেরবার কি খেলবেন? প্রত্যেক আইপিএলের শেষে এই একই প্রশ্নের মুখে পড়েন মহেন্দ্র সিং ধোনি। প্রত্যেকবারই রহস্যময় এক হাসি দিয়ে এমন কিছু বলেন, যার সঠিক অর্থ খুঁজতে হয়রান হয়ে যায় ক্রিকেটমহল। ২০২৫ আইপিএলে চেন্নাই সুপার কিংসের অভিযান শেষ হওয়ার পরেও অব্যাহত থাকল সেই লুকোচুরির ধারা।

Advertisement

অধিনায়ক হিসাবে সম্ভবত মহেন্দ্র সিং ধোনির শেষ ম্যাচ ছিল রবিবার। তাই প্রিয় থালাকে ‘পারফেক্ট ফেয়ারওয়েল’ দিতেই বোধহয় রবিবারের ম্যাচে চ্যাম্পিয়নের মেজাজে ধরা দিল চেন্নাই সুপার কিংস। গোটা আইপিএলজুড়ে খোঁড়াতে থাকলেও শেষ ম্যাচে তারা হারিয়ে দিল পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা গুজরাট টাইটান্সকে। ব্যাটে-বলে দুরন্ত অলরাউন্ড পারফরম্যান্সে এবারের আইপিএল অভিযান শেষ করল ইয়েলো আর্মি। তবে গোটা মরশুমজুড়ে চেন্নাইয়ের হতাশাজনক পারফরম্যান্সের পর বেশ জোরদার হয়েছে ‘ধোনি হঠাও’ দাবি।

ম্যাচের পর স্বভাবতই ধোনিকে জিজ্ঞাসা করা হয়, পরের আইপিএল খেলা নিয়ে তাঁর কী পরিকল্পনা? চেন্নাই অধিনায়ক বলেন, “বিষয়টা অনেককিছুর উপর নির্ভর করে। আগের মতোই বলব আমার কাছে ৪-৫ মাস সময় রয়েছে। কী করব সেই সিদ্ধান্ত নিতে তাড়াহুড়োর প্রয়োজন নেই। প্রত্যেক বছর ফিটনেস ধরে রাখার জন্য ৫০ শতাংশ বেশি পরিশ্রম করতে হয়। আইপিএল মানেই সর্বোচ্চ স্তরের ক্রিকেট। তাই দেখতে হবে কতখানি ফিটনেস রয়েছে, খেলতে নামার কতখানি খিদে রয়েছে।”

সমালোচকদের খানিকটা খোঁচা দিয়ে মাহি আরও বলেন, “পারফরম্যান্সের ভিত্তিতে যদি অবসর নিতে হয় তাহলে তো ২২ বছর বয়সি বেশ কিছু ক্রিকেটারেরও সরে দাঁড়ানো উচিত। দলের প্রয়োজনে কতখানি অবদান রাখতে পারছি, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপাতত আমার কাছে অনেক সময়। এবার রাঁচিতে ফিরব, বহুদিন বাড়ি ফিরিনি। বাইকে চেপে বেশ কয়েকবার ঘুরব। মাসদুয়েক পরে না হয় ভেবে দেখব কী করা যায়।” অর্থাৎ পরের আইপিএলে ধোনিকে খেলতে দেখা যাবে কিনা, সেই প্রশ্নের জবাব এখন বিশ বাঁও জলে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement