সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শনিবারই কি শেষবারের জন্য ক্রিকেট মাঠে দেখা যাচ্ছে মহেন্দ্র সিং ধোনিকে? দিল্লি-চেন্নাই ম্যাচের একটি ছবি প্রকাশ্যে আসার পরই চরম জল্পনা সোশাল মিডিয়ায়। এভাবে যেন বিদায় না হয়, প্রার্থনা শুরু করে দিয়েছেন থালা ভক্তরা!
কিন্তু কী এমন রয়েছে ওই ছবিতে? আসলে শনিবার চিপকে চেন্নাই-দিল্লি ম্যাচ দেখতে হাজির হয়েছেন ধোনির বাবা পান সিং ধোনি এবং মা দেবকি দেবী। ছেলে বিশ্বজয় করেছেন। গোটা তিনেক আইসিসি ট্রফি জিতেছেন। আইপিএলেও একাধিক ট্রফি তাঁর দখলে। সাফল্যের ইয়ত্তা নেই। কিন্তু খেলার মাঠে ছেলের সেই সব মুহূর্তের সাক্ষী থাকতে সেভাবে দেখা যায়নি পান সিং বা দেবকী দেবীকে। বস্তুত সচরাচর ধোনির মা-বাবা স্টেডিয়ামে আসেন না। কিন্তু শনিবার আচমকা তাঁরা চেন্নাই বনাম দিল্লির তুলনামূলক কম গুরুত্বপূর্ণ লিগের ম্যাচে দেখতে গেলেন কেন?
নেটিজেনদের একাংশের মনে সন্দেহ, এটাই সম্ভবত ধোনির শেষ ম্যাচ। ছেলেকে শেষবার খেলার মাঠে দেখার জন্যই স্টেডিয়ামে হাজির হয়েছেন তাঁর বাবা-মা। যদিও চেন্নাই শিবির বা ধোনির তরফে তেমন কোনও ইঙ্গিত মেলেনি। হয়তো সবটাই সোশাল মিডিয়ার জল্পনা। কিন্তু তাতে ধোনি ভক্তরা নিশ্চিন্ত হতে পারছেন না।
Dhoni’s parents are here
— Kasi mama (@Kasi_mama_)
Dhoni’s parents are here
— Kasi mama (@Kasi_mama_)
উল্লেখ্য, শনিবারের ম্যাচে মাহির অধিনায়কত্ব করা নিয়েও একটা জল্পনা তৈরি হয়েছিল। শোনা যাচ্ছিল, কনুইয়ের চোটে যদি অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় না খেলতে পারেন, তাহলে ফের সিএসকের ব্যাটন তুলে দেওয়া হবে মাহির হাতে। কিন্তু সেটার আর প্রয়োজন পড়েনি। রুতুরাজ ফিট এবং শনিবার খেলেছেন। ফলে মাহিকে অধিনায়কত্ব করতে হয়নি। কিন্তু শনিবারের চিপকে মাহির গোটা পরিবারের উপস্থিতি মাহি ভক্তদের মধ্যে ভয় ধরাচ্ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.