ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৪৪ বছর বয়সেও পাখির মতো উড়ে গিয়ে ক্যাচ ধরেন। ২২ গজে এতটাই ক্ষিপ্রভাবে দৌড়ন, তাঁকে রান আউট করতে দু’বার ভাবে বিপক্ষ। কিন্তু সেই মহেন্দ্র সিং ধোনিই বলছেন, তরুণ প্রজন্মের ফিটনেসের মান নিম্নমুখী। এমনকি তাঁর একমাত্র কন্যা জিভাও তার ব্যতিক্রম নয়।
২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন ক্যাপ্টেন কুল। কিন্তু তারপরেও পাঁচ বছর আইপিএল খেলেছেন তিনি। প্রত্যেকবারই তাঁর অসাধারণ ফিটনেসের সাক্ষী থেকেছে ক্রিকেটদুনিয়া। হাঁটুর চোট উপেক্ষা করেও মাঠে নেমে পড়েন তিনি। প্রত্যেকবার আইপিএল শুরুর আগে কঠোর পরিশ্রম করে নিজেকে ফিট করে তোলেন টুর্নামেন্টের জন্য। সেই ধোনির আফসোস, বর্তমান তরুণ প্রজন্ম ফিটনেস নিয়ে ভাবেই না। ফলে তাদের ফিটনেসও কমে যাচ্ছে।
সম্প্রতি রাঁচিতে একটি অনুষ্ঠানে গিয়ে মাহি বলেন, “আজকাল শারীরিক পরিশ্রম অনেক কমে গিয়েছে। তার ফলে আমাদের ভারতীয়দের ফিটনেসও নিম্নমুখী। বহু মানুষই কোনও খেলাধুলোর সঙ্গে যুক্ত নন। আমার মেয়েও রয়েছে এই তালিকায়। আমার মনে হয়, ও একেবারেই শরীরচর্চা করে না। কোনও খেলাধুলাতেও নেই। আমাদের রীতিমতো ভেবেচিন্তে উপায় বের করতে হয় যেন ও শারীরিক পরিশ্রম করে। এটাই গোটা দেশের অবস্থা। অধিকাংশই খেলাধুলো থেকে বহু দূরে।”
প্রসঙ্গত, আইপিএল শেষ হওয়ার পর আপাতত অখণ্ড অবসর কাটাচ্ছেন ধোনি। পরেরবার কি খেলবেন? প্রত্যেক আইপিএলের শেষে এই একই প্রশ্নের মুখে পড়েন তিনি। কিন্তু প্রত্যেকবারই রহস্যময় এক হাসি দিয়ে এমন কিছু বলেন, যার সঠিক অর্থ খুঁজতে হয়রান হয়ে যায় ক্রিকেটমহল। ২০২৫ আইপিএলে চেন্নাই সুপার কিংসের অভিযান শেষ হওয়ার পরেও অব্যাহত ছিল সেই ধারা। তবে খেলার বিষয়ে না ভাবলেও আগামী প্রজন্মের ফিটনেস নিয়ে যথেষ্ট চিন্তিত ক্যাপ্টেন কুল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.