সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোটা কাশ্মীরজুড়ে রীতিমতো যুদ্ধের আবহ। তারই মধ্যে উপত্যকায় সেনা বেশে কর্তব্য পালন করছেন মহেন্দ্র সিং ধোনি। ক্রিকেট থেকে বিরতি নিয়ে আপাতত দেশসেবায় নিমজ্জিত করেছেন নিজেকে। ৩১ জুলাই হয়ে গিয়েছে তাঁর সেনা প্রশিক্ষণ। চলবে ১৫ আগস্ট পর্যন্ত। কিন্তু এখন ঠিক কোথায় রয়েছেন ধোনি? সঠিক ঠিকানা জানা না গেলেও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে প্রাক্তন ভারত অধিনায়কের একটি ভিডিও। যেখানে সেনার বেশে খোসমেজাজে গান করতে শোনা যাচ্ছে মাহিকে। আর সেই ভিডিওটিই এখন নেটদুনিয়ার চর্চার শীর্ষে।
ভিক্টর ফোর্সের অংশ হিসেবে দক্ষিণ কাশ্মীরের কোনও এক অঞ্চলে আর পাঁচজন সেনার মতোই টহল দিচ্ছেন লেফটেন্যান্ট কর্নেল। ১০৬ টিএ প্যারা ব্যাটালিয়নের জওয়ানদের সঙ্গেই একদিন থাকবেন ধোনি। কর্তব্যে যোগ দেওয়ার পরই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল তাঁর একটি ছবি। যেখানে অন্যান্য জওয়ানদের অটোগ্রাফ দিতে দেখা গিয়েছিল তাঁকে। এবার ছড়িয়ে পড়েছে ক্যাপ্টেন কুলের একটি ভিডিও। একটি অনুষ্ঠানে ‘ম্যান পল দো পল কা শায়ার হুঁ’ গানটি গাইতে শোনা যাচ্ছে তাঁকে। তাও আবার সেনার পোশাকে। তাঁর গানে তাল দিয়ে হাততালি দিচ্ছেন অনুষ্ঠানে উপস্থিত বাকি সেনা জওয়ানরা। গানের আগে ধোনি বলেন, “ভবিষ্যতে এমন কেউ আসবে যে আমার থেকেও ভাল খেলবে। সেসময় কেউ মনে করুক বা না করুক।” তারপরই গানটি ধরেন তিনি। ভিডিও ছড়িয়ে পড়তেই ধোনির প্রশংসায় পঞ্চমুখ তাঁর ভক্তরা। অনেকে তাঁর গানের প্রশংসা করে বলেছেন, একাধারে ক্রিকেটার, আবার কর্নেল। সেই সঙ্গে প্রাণ খুলে গানও গাইতে পারেন। তিনি নিঃসন্দেহে গোটা দেশের অনুপ্রেরণা।
বিশ্বকাপ শেষ হওয়ার পরই ক্রিকেট থেকে বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন ধোনি। সেই মতো সেনাপ্রধানের কাছে প্রশিক্ষণের অনুমতি চেয়েছিলেন। পেয়েও যান। একজন সাধারণ সেনা জওয়ানের মতোই জীবনযাপন করছেন তিনি। উল্লেখ্য, ২০১৫ সালে পাঁচবার প্যারাশুট থেকে মাটিতে নিরাপদে অবতরণ করার পরীক্ষায় উর্ত্তীর্ণ হয়ে প্যারাট্রুপার হিসাবে যোগ্যতা অর্জন করেন মাহি। এবার গান গেয়ে নতুন করে ভক্তদের মন জয় করলেন প্রাক্তন ভারত অধিনায়ক।
How pleasing is this! 😍❤️
— Rea Dubey (@readubey)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.