ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বয়স ৪৩ বছর। তবে অর্ধেক বয়সি ক্রিকেটারদের সঙ্গে পাল্লা দিয়ে খেলছেন আইপিএলে (IPL 2025)। প্রত্যেকবার আইপিএল এলেই ক্রিকেটমহলে আলোচনা শুরু হয় তাঁর অবসর নিয়ে। কিন্তু সেই মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) সেভাবে অবসর নিয়ে মুখ খোলেননি। তবে ১৮তম আইপিএলের শুরুতে তিনি ফাঁস করলেন, ইয়েলো আর্মির হয়ে আর কতদিন খেলবেন।
রবিবার আইপিএল অভিযান শুরু করবে চেন্নাই সুপার কিংস। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্স। সেই ম্যাচে নামার আগে সিএসকে অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়কে প্রশ্ন করা হয় ধোনির বয়স নিয়ে। ‘মাহি মার রহা হ্যায়’ ঢঙেই সেই প্রশ্নের জবাব দিতে গিয়ে ঋতুরাজ বলেছেন, “শচীন তেণ্ডুলকর ৫১ বছর বয়সেও কিন্তু দুর্দান্ত ব্যাটিং করছেন। তাহলে ধোনিও বা পারবেন না কেন? এখনও তিনি অনেক বছর খেলবেন।”
১৮ বছর ধরে আইপিএল খেলছেন ধোনি। এখনও আগের মতোই মারকুটে ব্যাটিং করতে দেখা যায় ক্যাপ্টেন কুলকে। অনুশীলনে মাথিশা পাথিরানার বলে বিরাট সব ছক্কা হাঁকাতে দেখা গিয়েছে তাঁকে। সিগনেচার হেলিকপ্টার শটও মেরেছেন লঙ্কা পেসারের ইয়র্কারে। একের পর এক বল মাঠের বাইরে পাঠিয়ে মাহি বুঝিয়ে দিয়েছেন, এবারেও আইপিএলে ‘খেলা হবে’। সবমিলিয়ে, এখনই অবসর নেওয়ার ভাবনা মোটেই নেই ধোনির নীল নকশায়।
তাহলে কবে ক্রিকেটকে বিদায় জানাবেন? সম্প্রতি এই প্রশ্নের মুখে পড়েছিলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক। তার জবাবে মাহি স্পষ্ট জানালেন, “সিএসকে আমার দল। তাই আমার যতদিন ইচ্ছা ততদিন চেন্নাইয়ের হয়ে খেলতে চাই। যদি হুইলচেয়ারেও বসে থাকতে হয় তাও চেন্নাই আমাকে টেনে নিয়ে যাবে।” অর্থাৎ এখনও আরও অনেক দিন হলুদ জার্সিতে ব্যাট করতে দেখা যাবে মাহিকে।
MS Dhoni said “I can play for as long as I want for CSK – That is my franchise. Even if I am in a wheelchair, they will drag me”. [Big smile – JioHotstar]
— Johns. (@CricCrazyJohns)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.