সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহেন্দ্র সিং ধোনিকে নাকি ফের ভারতীয় দলের মেন্টর হওয়ার প্রস্তাব দেওয়া হচ্ছে। এক ক্রিকেট ওয়েবসাইটের খবরে তোলপাড় ভারতীয় ক্রিকেট মহল। এমনকী, টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকা মনোজ তিওয়ারি এ নিয়ে কটাক্ষও করেছেন।
২০২১ সালের টি-২০ বিশ্বকাপে টিম ইন্ডিয়ার মেন্টর ছিলেন ধোনি। সেবার সফল হননি। বরং সেবারই সাম্প্রতিক অতীতের সবচেয়ে খারাপ বিশ্বকাপ দেখেছে টিম ইন্ডিয়া। সে সময় অধিনায়ক ছিলেন বিরাট কোহলি, রবি শাস্ত্রী ছিলেন হেডকোচ। টিম ইন্ডিয়া বিদায় নেয় গ্রুপ পর্ব থেকেই। ম্যাচে পাকিস্তানের কাছে ১০ উইকেটে হারতে হয়েছিল। সেই ব্যর্থতার পর দায়িত্ব ছাড়েন ধোনি। তবে এক ক্রিকেট ওয়েবসাইট সূত্রের খবর, সেই ব্যর্থতা ভুলে বিসিসিআই ফের ধোনিকে মেন্টর পদে চাইছে।
আগামী বছর দেশের মাটিতেই বিশ্বকাপ। ঘরের মাঠে বিশ্বকাপ জিতে প্রথম দল হিসাবে ৩ বার টি-২০ বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার নজির গড়ার সুযোগ রয়েছে সূর্যদের কা ওই ক্রিকেট ওয়েবসাইটের দাবি, বিসিসিআই মনে করছে, ধোনির মস্তিষ্ক, পরিকল্পনা, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা ও অভিজ্ঞতা তুলনায় অনভিজ্ঞ ভারতীয় দলের জন্য সম্পদ হতে পারে। কিন্তু এক্ষেত্রেও প্রশ্ন রয়েছে, ওই প্রস্তাব বোর্ড দিলেও আদৌ ধোনি সেটা গ্রহণ করবেন তো? একে তো অতীত অভিজ্ঞতা জঘন্য। তারপর আবার এবার ধোনিকে মেন্টর হয়ে এলে কাজ করতে হবে গৌতম গম্ভীরের সঙ্গে। আর গম্ভীরের সঙ্গে তাঁর রসায়ন যে খুব একটা সুখকর না সেটা কমবেশি সকলের জানা।
এসবের মধ্যে আবার কটাক্ষও ছুটে এসেছে প্রাক্তন ভারতীয় তারকা মনোজ তিওয়ারির তরফে। মনোজ বলছেন, “বিসিসিআই ধোনিকে প্রস্তাব দিতে ফোন করলে ধোনি সেই ফোন আদৌ তুলবেন তো? ধোনি তো এসএমএসেরও উত্তর দেন না শুনেছি।” একই সঙ্গে তাঁর কটাক্ষ, “ধোনি আর গম্ভীর যদি একসঙ্গে কাজ করেন তাহলে সেটা দেখার মতো বিষয় হবে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.