Advertisement
Advertisement

Breaking News

Mukesh Kumar

‘পাপ কাউকে ছাড়ে না’, সোশাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ বার্তা ভারতীয় পেসারের, নিশানায় কি গম্ভীর?

ইংল্যান্ড সফরে ব্রাত্য রাখা হয়েছে ঘরোয়া ক্রিকেটে সফল ওই ক্রিকেটারকে।

Mukesh Kumar's Instagram story after England tour snub goes viral
Published by: Subhajit Mandal
  • Posted:June 19, 2025 10:12 am
  • Updated:June 19, 2025 10:12 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলার হয়ে দীর্ঘদিন ঘরোয়া ক্রিকেটে অনবদ্য পারফর্ম করে চলেছেন তিনি। আইপিএলেও ফর্ম খারাপ না। জাতীয় দলের হয়ে যেটুকু সুযোগ পেয়েছেন, তাতে আহামরি কিছু না করলেও খুব খারাপও খেলেননি। অথচ জাতীয় দল বাছাইয়ের সময় আর তাঁকে ধর্তব্যের মধ্যে রাখছেন না নির্বাচকরা। সম্ভবত তাতেই অভিমানী মুকেশ কুমার। সোশাল মিডিয়ায় তাঁর একটি পোস্ট দেখে তেমনটাই মনে হচ্ছে।

Advertisement

নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে মুকেশ বুধবার লিখেছেন, “কর্মফল সময়মতো পেতেই হবে। সেটা সবার মাথায় রাখা উচিত। পাপ কিন্তু কাউকে ছাড়ে না। সময় হলে পাপের ফল পেতেই হবে।” ঠিক কাকে উদ্দেশ্য করে বা কেন এই পোস্ট করলেন মুকেশ সেটা স্পষ্ট নয়। ব্যক্তিগত জীবনের কোনও সমস্যার জন্য এই পোস্ট নাকি খেলার জগতের কাউকে নিশানা, সেটাও অস্পষ্ট।

Mukesh Kumar's Instagram story after England tour snub goes viral

তবে নেটিজেনদের একাংশের ধারণা পেশাগত জীবনের বঞ্চনা নিয়েই সরব হয়েছেন বঙ্গ পেসার। নেটদুনিয়া বলছে, ঘরোয়া ক্রিকেটে লাগাতার ভালো পারফর্ম করার পরও মুকেশ বঞ্চিত, সেখানে হর্ষিত রানার মতো অনভিজ্ঞ বোলারকে যেভাবে সুযোগ দেওয়া হচ্ছে, তাতেই ক্ষুব্ধ বিহারের এই পেসার। এক নেটিজেন মনে করিয়ে দিয়েছেন, মুকেশ রনজি ট্রফির শেষ ১১ ম্যাচে ৪৪ উইকেট পেয়েছেন। সেখানে হর্ষিত রানা মাত্র ১৩টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেই জাতীয় দলে সুযোগ পেয়ে গেলেন! এটা ঘরোয়া ক্রিকেটে সফল যে কোনও ক্রিকেটারের পক্ষে মেনে নেওয়া কঠিন।

বস্তুত গৌতম গম্ভীর কোচ হয়ে আসার পর থেকেই মুকেশ সুযোগ পাচ্ছেন না। গম্ভীর হর্ষিত রানা বা আকাশদীপকে মুকেশের থেকে এগিয়ে রাখছেন। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, মুকেশ কি ওই পোস্টে কোচ গম্ভীরকেই নিশানা করলেন?

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement