সোমনাথ মন্দিরে হার্দিক পাণ্ডিয়া।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতে ক্রিকেটকে দেখা হয় ধর্মের মতো। ক্রিকেটাররা সেখানে জাতীয় নায়ক। কিন্তু দুঃসময় চললে তাঁদেরকেই সমালোচনায় আক্রান্ত হতে হয়। বিরাট কোহলি, কে এল রাহুলের মতো বড় তারকারাও আছেন সেই তালিকায়। অতীতে দেখা গিয়েছে অফ ফর্ম চলাকালীন তাঁরা মন্দিরে পুজো দিয়েছেন। এবার ঘরে-বাইরে বিতর্কে জর্জরিত হার্দিক পাণ্ডিয়াকেও (Hardik Pandya) দেখা গেল গুজরাটের সোমনাথ মন্দিরে পুজো দিতে।
২০২৩ সালে উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে স্ত্রী অনুষ্কা শর্মার সঙ্গে দেখা গিয়েছিল কোহলিকে। কে এল রাহুল ও আথিয়া শেঠিও সেই মন্দিরে গিয়েছিলেন পুজো দিতে। দুঃসময়ে সেই পথই কি অনুসরণ করলেন হার্দিক পাণ্ডিয়া? সময়টা একেবারেই ভালো যাচ্ছে না তাঁর। চলতি আইপিএলে (IPL) তাঁর নেতৃত্বে টানা তিন ম্যাচ হেরেছে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। রোহিত শর্মার সঙ্গে অধিনায়কত্ব নিয়ে বিতর্কের জেরেসমস্যার মুখে হার্দিক।
তার মাঝেই শুক্রবার গুজরাটের সোমনাথ মন্দিরে (Somnath Temple) পুজো দেন হার্দিক। সাদা পোশাক ও কপালে হলুদ তিলক নিয়ে মন্দিরে উপস্থিত ছিলেন তিনি। পুরোহিতের মন্ত্রপাঠের সঙ্গে সমস্ত নিয়ম পালন করেন ভারতের অলরাউন্ডার। সোশাল মিডিয়ায় সেই ভিডিও পোস্ট হতেই জোর চর্চা শুরু হয়েছে ক্রিকেট ভক্তদের মধ্যে। এর আগে গুজরাটের জামনগরে ছুটির মেজাজেও দেখা যায় গোটা মুম্বই শিবিরকে।
আইপিএল শুরুর আগেই ঘটা করে গুজরাট টাইটান্স থেকে হার্দিককে দলে এনেছিল মুম্বই ইন্ডিয়ান্স। এমনকী, পাঁচ বারের আইপিএল জয়ী রোহিত শর্মাকে সরিয়ে তাঁকে অধিনায়কও করা হয়। যা ভালো ভাবে নেননি মুম্বই সমর্থকরা। টুর্নামেন্ট শুরুর আগে থেকেই সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে ‘মিম’ তৈরি হয়েছে। আইপিএলের ম্যাচ খেলতে যেখানেই গিয়েছেন, সেখানেই ধিক্কার শুনতে হয়েছে। দলের সদস্যদের সঙ্গেও সম্পর্ক তলানিতে। দুঃসময়ে তাহলে কি ঈশ্বরের আশীর্বাদই একমাত্র ভরসা হার্দিকের?
| Gujarat: Indian Cricket Team all-rounder Hardik Pandya offers prayers at Somnath Temple.
Source: Somnath Temple Trust
— ANI (@ANI)
খারাপ সময়ের মধ্যেও আশার আলো দেখতে পাচ্ছেন হার্দিক পাণ্ডিয়া। চোট সারিয়ে দলে ফিরছেন সূর্যকুমার যাদব। তাঁর ফিরে আসা নিঃসন্দেহে শক্তিশালী করবে মুম্বই ব্যাটিংকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.