ফাইল চিত্র
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হারের হ্যাটট্রিকে বিধ্বস্ত মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। প্রাক্তনরা বলছেন, সাজঘরের সমর্থন হারিয়েছেন হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya)। এর মধ্যেই নিউজ ২৪ স্পোর্টসের খবর অনুয়ায়ী, হার্দিক পাণ্ডিয়ার নেতৃত্ব নিয়ে অসন্তুষ্ট রোহিত। হিটম্যান এতটাই অসন্তুষ্ট যে এবারের মেগা ইভেন্ট শেষের পরেই মুম্বই ইন্ডিয়ান্স ছাড়তে পারেন তিনি।
রোহিতের নেতৃত্বে মুম্বই ইন্ডিয়ান্স সাফল্যের শীর্ষে পৌঁছেছিল। কিন্তু এবারের মেগাইভেন্টের আগে নেতৃত্বের ব্যাটন রোহিতের হাত থেকে নিয়ে হার্দিকের হাতে তুলে দেওয়া হয়। নিউজ ২৪ স্পোর্টসের প্রতিবেদন অনুয়ায়ী, মুম্বই ইন্ডিয়ান্সের এক ক্রিকেটার তাঁদের প্রতিনিধিকে জানান, হার্দিকের নেতৃত্ব নিয়ে প্রবল অসন্তুষ্ট রোহিত। এবং তার প্রভাব পড়েছে সাজঘরে। খেলার মাঠে ব্যর্থ হচ্ছে মুম্বই।
প্রতিবেদনের খবর অনুযায়ী, দুই তারকার মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে তর্কাতর্কি চলছে। সাজঘরের পরিবেশ নষ্ট হচ্ছে তার ফলে।
এর মধ্যেই খবর সূর্যকুমার যাদব ফিরছেন মুম্বই ইন্ডিয়ান্স। তিনি ফেরায় মুম্বই ইন্ডিয়ান্সের শক্তি আরও বাড়বে বলেই মনে করছে। কিন্তু রোহিত ও হার্দিকের মধ্যে দ্বন্দ্ব কিন্তু রীতিমতো চিন্তার কারণ হয়ে উঠেছে মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.