সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নাটকের পর নাটক! বাচ্চাদের মতো খেলব না খেলব না করেও আমিরশাহী ম্যাচে মাঠে অবশেষে নেমেই পড়ল পাকিস্তান। আর এমন ‘বয়কট নাটক’ নিয়ে রীতিমতো হাসির খোরাক পাকিস্তান। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মুরলী কার্তিক পর্যন্ত বলে দিয়েছেন, কিন্ডারগার্টেনের বাচ্চারাও এমন আচরণ করে না।
বুধবার দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে ম্যাচ বয়কটের হুঁশিয়ারি দিয়েছিল পাকিস্তান। সন্ধের পর থেকে এটা নিয়েই চর্চা সর্বত্র। প্রথমে পাক ক্রিকেটাররা স্টেডিয়ামের উদ্দেশ্যে রওনা দেননি। পিসিবি’র তরফ থেকে নির্দেশ দেওয়া হয়, কোনও ক্রিকেটার মাঠে যাবেন না। তবে, কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি বদল হতে শুরু করে। পিসিবি’র মুখপাত্র জানান, পাকিস্তানের তরফে অনুরোধ জানানো হয়েছে ম্যাচ যেন একঘণ্টা পিছিয়ে দেওয়া হয়। যাঁকে ঘিরে এত নাটক, সেই পাইক্রফটকে ডেকে পাঠানো হয় আইসিসি হেডকোয়ার্টারে। তিনি ক্ষমাও চান। এরপর সেই পাইক্রফটকেই আবার ম্যাচ রেফারি রেখে দেওয়া হয়।
এই পরিস্থিতিতে অবশেষে স্টেডিয়ামে পৌঁছয় পাকিস্তান দল। একঘণ্টা দেরিতে টস হওয়ার পর ভারতীয় সময় রাত ন’টা নাগাদ খেলা শুরু হয়। আর এরপর পাকিস্তানকে নিয়ে রীতিমতো হাসির উদ্রেক। এক ক্রিকেট ওয়েবসাইটকে মুরলী কার্তিক বলেন, “সত্যিই হাস্যকর! তুমি যদি কোনও অবস্থান নাও, তাহলে তাতে অটল থাকা উচিত। প্রত্যেকেরই এটা করা উচিত। কিন্তু এক্ষেত্রে ঘটল উলটোটা। কারণ, এরজন্য বড়সড় আর্থিক প্রভাব পড়তে পারত পাকিস্তানের উপর। ওরা ম্যাচটা না খেললে কমপক্ষে ১৬ মিলিয়ন মার্কিন ডলার ক্ষতি হতে পারত তাদের। আজকাল কিন্ডারগার্টেনের বাচ্চারাও তো এরকম আচরণ করে না।”
শেষ পর্যন্ত পাক বোর্ডের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, ভারত-পাক ম্যাচে নিজের ব্যবহারের জন্য ক্ষমা চেয়েছেন পাইক্রফট। ভুল বোঝাবুঝির কারণেই দুই দলের অধিনায়ককে হ্যান্ডশেক করতে বারণ করেছিলেন বলে জানান ম্যাচ রেফারি। ওই ম্যাচে আইসিসি’র আচরণবিধি ভঙ্গের যে অভিযোগ উঠেছে, তাতে তদন্ত হবে বলেও জানিয়েছে আইসিসি। এই বিবৃতি জারি হওয়ার পরে টস করতে নামেন পাক অধিনায়ক। তবে এই মহানাটক নিয়ে টসের সময়ে মুখ খোলেননি কেউই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.