Advertisement
Advertisement
N Srinivasan

৮০ বছরে প্রশাসক হিসাবে প্রত্যাবর্তন! সিএসকে’তে বিশেষ ভূমিকায় এন শ্রীনিবাসন

এর আগে চেন্নাই সুপার কিংসের কর্ণধার হিসাবে দায়িত্ব পালন করেছিলেন তিনি।

N Srinivasan returns as administrator after 80 years! N Srinivasan in special role at CSK

ফাইল ছবি

Published by: Prasenjit Dutta
  • Posted:September 3, 2025 7:15 pm
  • Updated:September 3, 2025 7:15 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলে গত মরশুমটা ভালো যায়নি চেন্নাই সুপার কিংসের। সেই ব্যর্থতা দ্রুত ভুলতে চাইছে তারা। হয়তো সেই কারণেই সিএসকে’র সভাপতি হিসাবে নিযুক্ত করা হল ৮০ বছর বয়সি এন শ্রীনিবাসনকে। দলের সিইও কাশী বিশ্বনাথন জানিয়েছেন, আইপিএল এবং গ্লোবাল লিগে প্রাক্তন বিসিসিআই সভাপতিকে বিশেষ এই ভূমিকায় দেখা যেতে চলেছে।

Advertisement

বিশ্বনাথন বলেন, “এটা সিএসকে’র জন্য বিরাট আশীর্বাদ। কারণ তিনি আমাদের অন্যতম সেরা প্রশাসক। আমি খুশি যে, সিএসকে’তে ফিরে এসেছেন তিনি। তবে তিনি উপদেষ্টার ভূমিকায় থাকবেন। কারণ তিনি খুব বেশি ভ্রমণ করেন না। আমরা তাঁর সঙ্গে যোগাযোগ রেখেই চলব।”

বিশ্বনাথন এ কথাও নিশ্চিত করেছেন, শ্রীনিবাসন এসএ২০ এবং মেজর ক্রিকেট লিগে সিএসকে’র তত্ত্বাবধানের দায়িত্বে থাকবেন। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও তাঁর নির্দেশনা চাওয়া হবে। এক্ষেত্রে তিনি সম্মিলিতভাবে দায়িত্ব পালন করবেন পূর্ণ সময়ের ডিরেক্টর গুরুনাথ এবং ম্যানেজিং ডিরেক্টর বিশ্বনাথনের সঙ্গে। পাশাপাশি চেন্নাইয়ের বোর্ড সদস্য হিসাবে থাকছেন সঞ্জয় প্যাটেল, আর শ্রীনিবাসন, রাকেশ সিং, পিএল সুব্রহ্মণ্যম, ভি মানিকম এবং ই জয়শ্রীও।

গত আইপিএল মরশুমে ১৪ ম্যাচে মাত্র চারটিতে জয় পেয়ে পয়েন্ট টেবিলে তলানিতে ছিল সিএসকে। আসন্ন মরশুমে প্রত্যাবর্তনের জন্য এন শ্রীনিবাসনের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাইছে তারা। উল্লেখ্য, এর আগে চেন্নাই সুপার কিংসের কর্ণধার হিসাবে দায়িত্ব পালন করেছিলেন এন শ্রীনিবাসন। তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের কারণে বিসিসিআই সভাপতি পদ থেকে পদত্যাগ করতে হয়েছিল তাঁকে। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ