Advertisement
Advertisement
Bangladesh Cricket

শ্রীলঙ্কার বিরুদ্ধে লজ্জার হার, বাংলাদেশ বোর্ডকে ‘দুষে’ টেস্ট নেতৃত্ব ছাড়লেন শান্ত

বাংলাদেশের ইনিংস হারে নেটদুনিয়ায় শুরু কটাক্ষ।

Najmul Hossain Shanto has stepped down as Test Captain after Bangladesh defeat against Sri Lanka
Published by: Arpan Das
  • Posted:June 28, 2025 11:55 am
  • Updated:June 28, 2025 11:55 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথম টেস্টে বিরাট রান করেও ড্র করেছিল বাংলাদেশ। আর শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ব্যাটিং-বোলিং সব বিভাগই মুখ থুবড়ে পড়ল। এক ইনিংস ও ৭৮ রানে হারের লজ্জা নিয়ে লঙ্কাভূমি ছাড়বেন নাজমুল হোসেন শান্তরা। সিরিজে ১-০ ব্যবধানে হারল তারা। আর তারপরই টেস্টের নেতৃত্ব ছাড়লেন শান্ত।

সাংবাদিক সম্মেলনে বাংলাদেশের অধিনায়ক বলেন, “আমি আর টেস্টে নেতৃত্ব দিতে চাই না। এটা ব্যক্তিগত কোনও ব্যাপার নয়। দলের ভালোর জন্যই করছি। আমার মতে, তিনটি ফরম্যাটে তিনটি অধিনায়ক থাকার কোনও কোনও মানে নেই। বোর্ড কী ভাবছে আমি জানি না। বোর্ড যা বলবে মেনে নেব। আবারও বলছি, আবেগপ্রবণ হয়ে সিদ্ধান্ত নিচ্ছি না। দলের ভালোর জন্যই বলছি।” ফলে বোর্ডের নীতিকেই একপ্রকার প্রশ্নের মুখে ফেলে দিলেন তিনি। 

বাংলাদেশকে ১৪টি টেস্টে নেতৃত্ব দিয়েছেন শান্ত। তার মধ্যে চারটি জিতেছে ও ৯টি হেরেছে। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে দ্বিশতরানও করেছিলেন। তবে চলতি বছরের এপ্রিলে জিম্বাবোয়ের কাছে সিরিজ ড্রয়ের পর এবার শ্রীলঙ্কার কাছে পরাস্ত হল তারা। সেই সঙ্গে সোশাল মিডিয়ায় শুরু হয়েছে কটাক্ষের বন্যা। এই নিয়ে ৪৭বার ইনিংসে হারতে হল বাংলাদেশকে। সোশাল মিডিয়ায় অনেকে লিখছেন, ‘৩০ বছরে কোনও উন্নতি হয়নি। এরা টেস্টে জিম্বাবোয়ের কাছে। কোনও লড়াই নেই, শুধুই লজ্জা।’ শান্ত সরে যাওয়ায় বাংলাদেশ ক্রিকেটে ডামাডোল আরও বাড়ল। কিছুদিন আগে ওয়ানডে নেতৃত্বও ছেড়েছিলেন তিনি।

এসএসসিতে প্রথম ইনিংসে বাংলাদেশের ইনিংস শেষ হয়ে যায় মাত্র ২৪৭ রানে। সর্বোচ্চ রান শাদমান ইসলামের। দলের কেউই হাফসেঞ্চুরি পর্যন্ত করতে পারেননি। শ্রীলঙ্কার আসিথা ফার্নান্দো ও সোনাল দিনুসা ৩টি করে উইকেট নেন। জবাবে ৪৫৮ রান করে শ্রীলঙ্কা। ওপেনার পাথুম নিসঙ্কা ১৫৮ রান করেন। দীনেশ চাণ্ডিমাল (৯৩) ও কুশল মেন্ডিস (৮৪) সেঞ্চুরি হাতছাড়া করেন। ২১১ রানের বিরাট লিড হাতে নিয়ে মাঠে নামে লঙ্কা বাহিনী। বাংলাদেশ যে এই বিরাট রানের বোঝা টপকাতে পারবে না, তা তৃতীয় দিনেই বোঝা গিয়েছিল। প্রভাত জয়সূর্যর স্পিনের সামনে রীতিমতো কাঁপছিলেন বাংলাদেশি ব্যাটাররা। শেষ পর্যন্ত টাইগারদের ইনিংস শেষ হয়ে যায় মাত্র ১৩৩ রানে। এক ইনিংস ও ৭৮ রানে হারে বাংলাদেশ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement