Advertisement
Advertisement
Tendulkar-Anderson

বদলাচ্ছে তেণ্ডুলকর-অ্যান্ডারসন ট্রফির নাম? সিদ্ধান্ত জানাল বোর্ড, পতৌদির স্মৃতিরক্ষায় কী পদক্ষেপ?

২০ জুন থেকে শুরু হতে চলেছে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ।

Name of Tendulkar-Anderson trophy will stay, medal on Pataudi name

ফাইল ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:June 17, 2025 4:05 pm
  • Updated:June 30, 2025 12:39 pm   

সন্দীপন বন্দ্যোপাধ্যায়, লন্ডন: শত বিতর্ক সত্ত্বেও তেণ্ডুলকর-অ্যান্ডারসন ট্রফির নাম বহাল থাকছে। তবে পতৌদির ঐতিহ্য যেন বেঁচে থাকে, সেজন্য নতুন একটি পুরস্কার দেওয়া হবে সিরিজজয়ী অধিনায়ককে। পাঁচ টেস্টের সিরিজ শুরুর আগে এমনই একগুচ্ছ সিদ্ধান্ত নিল ভারত এবং ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড।

Advertisement

২০ জুন থেকে শুরু হতে চলেছে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ। যে সিরিজের আগের নাম ছিল পতৌদি ট্রফি। বর্তমানে এই সিরিজের নাম তেণ্ডুলকর-অ্যান্ডারসন ট্রফি। নামবদল নিয়ে কম বিতর্ক হয়নি। পতৌদির ঐতিহ্য মুছে দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগও উঠেছে। কিন্তু এত বিতর্কের মধ্যেও সিরিজের নাম বদলাচ্ছে না। জানা গিয়েছে, সিরিজ শুরুর আগের দিন অর্থাৎ ১৯ জুন আনুষ্ঠানিকভাবে এই সিরিজের নাম ঘোষণা করা হবে। প্রাথমিকভাবে ভাবা হয়েছিল, জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান করে এই সিরিজের নামকরণ হবে। কিন্তু আহমেদাবাদ বিমান দুর্ঘটনার জেরে যাবতীয় জাঁকজমক বাতিল করা হয়েছে।

পতৌদি ট্রফির নাম পরিবর্তনের পরেই সরব হয়েছিলেন স্বয়ং শচীন তেণ্ডুলকর, যাঁর নামে নতুন করে সিরিজের নামকরণ করা হয়েছে। জানা যাচ্ছে, তিনি ইংল্যান্ড বোর্ডকে অনুরোধ করেছেন, পতৌদির ঐতিহ্য বজায় রাখতে। পরে বিসিসিআইয়ের সঙ্গে শচীন এই বিষয়ে কথা বলেন। তারপর বিষয়টিতে হস্তক্ষেপ করেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ। তারপরেই সিদ্ধান্ত নেওয়া হয়, সিরিজজয়ী অধিনায়কের হাতে তুলে দেওয়া হবে মেডেল অফ এক্সেলেন্স। পতৌদিকে সম্মান জানাতেই এই পুরস্কার দেওয়া হবে।

ইংল্যান্ড পুরুষদের ক্রিকেটের ডিরেক্টর রব কি বলেন, শচীন এবং অ্যান্ডারসনের নাম জুড়ে দেওয়াটা আসলে ভারত-ইংল্যান্ড দ্বৈরথে এক তাজা বাতাস এনে দেওয়ার মতো। রবের কথায়, “গোটা বিষয়টাই অসাধারণ। ভারত এবং ইংল্যান্ড-দুই দেশের বহু ভক্তদের কাছেই অসাধারণ উদাহরণ এই দুই ক্রিকেটার। তাঁদের নাম জড়িয়ে থাকলে ভারত ইংল্যান্ড সিরিজের প্রাসঙ্গিকতা অনেক বেড়ে যায়।” উল্লেখ্য, আগামী ২০ জুন থেকে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ডের পাঁচ টেস্টের সিরিজ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ