স্টাফ রিপোর্টার: মানসিকভাবে তাঁকে আরও শান্ত হতে হবে। ধীর-স্থির হতে হবে। যাতে যাবতীয় চ্যালেঞ্জের মোকাবিলা করতে পারেন। এবং এই ব্যাপারে কিংবদন্তি প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক শচীন তেণ্ডুলকরের ‘সুপার পাওয়ার’ পেতে চান নীরজ চোপড়া। ভারতের সোনার ছেলে এই মুহূর্তে কিংবদন্তি জ্যাভলিন থ্রোয়ার জান জেলেজনির কাছে প্রশিক্ষণ নিচ্ছেন। তিনি নীরজকে পরামর্শ দিয়েছেন কোনওরকম স্নায়ুর চাপ ছাড়াই ১৮ বছর বয়সির মতো দৌড়তে।
নীরজের বক্তব্য, “জেলেজনি আমাকে বলেছেন যখন আমি জ্যাভলিন থ্রো করি তখন আমাকে নদীর স্রোতের মতো দৌড়তে হবে। কোনওরকম টেনশন ছাড়াই। আমি ব্যাপারটা ধীরে ধীরে বুঝতে পারছি।” তিনি আরও বলেছেন, “ব্যাপারটা আর কিছুই নয়, ছন্দ ধরে রাখতে হবে। যেমন রজার ফেডেরার। তিনি যখন খেলতেন, তখন দেখতে ভীষণ সুন্দর লাগত। কখনও মনে হয়নি ফেডেরার খুব বেশি পরিশ্রম করছেন। এই ব্যাপারটাই আমাকে অনুশীলনে রপ্ত করতে হবে।”
কোনও ক্রিকেটারের কাছ থেকে জ্যাভলিন থ্রোয়ের জন্য সুপারপাওয়ার নিতে চান, এই প্রশ্নের উত্তরে নীরজ বলেন, “শচীনের সুপারপাওয়ার নিতে চাই। দেশের হয়ে দীর্ঘদিন প্রতিনিধিত্ব করেছেন। দেশের মানুষকে বহু স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছেন। বিশ্বের সেরা বোলারদের মোকাবিলা করেছেন। শচীন যে সুপারপাওয়ার দ্বারা সবকিছু করায়ত্ত করেছেন, সেই শক্তি আমি চাই। এবং সেটা পাওয়ার জন্য আমি চেষ্টা করব। শান্ত মানসিকতার মাধ্যমে আমি আমার চ্যালেঞ্জগুলি মোকাবিলা করতে চাই।”
নীরজ ব্রেট লিরও প্রশংসা করেছিলেন। অজি পেসার যেভাবে বল করতেন, তিনিও জ্যাভলিনে সাফল্য পেতেন বলে মনে করেন ভারতের ‘সোনার ছেলে’। তার জবাবে ব্রেট লি বলেছেন, “আমি নীরজের ধারেকাছেও ছিলাম না। ওর জন্য আমার শুভেচ্ছা রইল।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.