Advertisement
Advertisement
Virat Kohli and MS Dhoni

কোহলির থেকেও বেশি আগ্রাসী ধোনি! ‘মাহিরাটে’র দক্ষতার চুলচেরা বিশ্লেষণে প্রাক্তন পেসার

কে বেশি ভালো বাউন্সার সামলান?

Neil Wagner answers Virat Kohli or MS Dhoni, who played bouncer better?
Published by: Arpan Das
  • Posted:August 29, 2025 4:59 pm
  • Updated:August 29, 2025 4:59 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুজনে একসঙ্গে বহুদিন দেশের হয়ে খেলেছেন। বহু ম্যাচ জিতিয়েছেন। ভক্তরা ভালোবেসে ডাকত ‘মাহিরাট’। কিন্তু মহেন্দ্র সিং ধোনি বা বিরাট কোহলির মধ্যে কে ভালো বাউন্সার খেলতে পারেন? সময়ের সঙ্গে হয়তো সেই দক্ষতার বদল এসেছে। কিন্তু নিউজিল্যান্ডের প্রাক্তন তারকা নিল ওয়াগনার ২০১৪ সালের ঘটনা তুলে ধরে জানাচ্ছেন, কে শর্ট বলে বেশি স্বচ্ছন্দ? কেই-বা বাউন্সারে বেশি আগ্রাসী? 

Advertisement

২০১৪ সালে অকল্যান্ডের টেস্টে নিউজিল্যান্ড জিতেছিল ৪০ রানে। সেই ম্যাচে ৬২ রানে ৪ উইকেট নিয়েছিলেন ওয়াগনার। দ্বিতীয় ইনিংসে কোহলি করেছিলেন ৬৭ রান। অন্যদিকে অধিনায়ক ধোনি করেন ৩৯ রান। দুজনকেই আউট করেন ওয়াগনার। আর দুজনের ক্ষেত্রেই শর্ট বলের একই পদ্ধতি নিয়েছিলেন কিউয়ি বোলার।

সেই নিয়ে ওয়াগনার বলছেন, “ধোনির কিছু যায়ে আসেনি। সব কিছুকে ইতিবাচকভাবে দেখার এক আশ্চর্য ক্ষমতা আছে ওর মধ্যে। ভয়ডরহীনভাবে আগ্রাসী ব্যাটিং করতে ভালোবাসত। আমি ধোনিকে একটা স্লোয়ার বাউন্সার দিয়েছিলেন। ও অনায়াসে বাউন্ডারির বাইরে পাঠিয়ে দিয়েছিল। আমি দেখে অবাক হয়ে গিয়েছিলাম।”

আর কোহলি? ওয়াগনারের বক্তব্য, “আমার পরিকল্পনা ছিল বাইরের দিকে বল করার। কোহলি সেটাকে স্কোয়ারের দিকে পুল করতে চেয়েছিল। কিন্তু সেটা সামলাতে পারেনি। ব্যাটের নিচের দিকে খোঁচা লেগে বল লেগে যায় উইকেটকিপার ওয়াটলিংয়ের কাছে। তারপর ধোনি ও জাদেজা দুরন্ত ইনিংস খেলে রান প্রায় তাড়া করেই ফেলেছিল।” রবীন্দ্র জাদেজা করেছিলেন ২৬। ৪০৭ রান তাড়া করতে নেমে শিখর ধাওয়ান ১১৫ রান করেছিলেন। কিন্তু ভারতের ইনিংস শেষ হয়ে যায় ৩৬৬ রানে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ