Advertisement
Advertisement
Nepal

বাইশ গজে জেন জি বিপ্লব! ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঐতিহাসিক সিরিজ জয় নেপালের

একরাশ লজ্জা ক্যারিবিয়ানদের জন্য।

Nepal beats West Indies again to seal first-ever series win over Test-playing nation
Published by: Arpan Das
  • Posted:September 30, 2025 9:21 am
  • Updated:September 30, 2025 9:21 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিনকয়েক আগেই গোটা বিশ্বে আলোড়ন ফেলে দিয়েছিল নেপাল। জেন জি’র আন্দোলনে মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে নেপালের সরকারের পতন হয়েছিল। এবার ক্রিকেট মাঠেও ইতিহাস গড়ল নেপাল। প্রথমবার আইসিসির পূর্ণ সদস্য দেশের বিরুদ্ধে সিরিজ জিতল তারা। ওয়েস্ট ইন্ডিজকে পরপর দুটি টি-টোয়েন্টি ম্যাচে হারিয়ে সেদেশের ক্রিকেট ইতিহাসে নতুন অধ্যায় শুরু করলেন রোহিত পৌডেলরা।

Advertisement

দেশের অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যেই সংযুক্ত আরব আমিরশাহীতে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে গিয়েছে নেপাল। প্রতিপক্ষ দু’বারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচ ১৯ ম্যাচে জেতে নেপাল। দ্বিতীয় ম্যাচে জিতল ৯০ রানে। নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবার আইসিসির পূর্ণ সদস্য দেশকে সিরিজে হারাল নেপাল। পাশাপাশি আইসিসি’র অ্যাসোসিয়েট দেশগুলোর মধ্যে প্রথমবার কোনও দল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ জিতল। এ যেমন নেপালের গৌরব। তেমনই দু’বার টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ক্যারিবিয়ানদের জন্য তা বিরাট লজ্জার।

শারজা ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে নেপাল ১৭৩ রান করে। শুরুতে ধারাবাহিকভাবে উইকেট পড়ে তাদের। কিন্তু আসিফ শেখ ৬৮ রান করে তাদের লড়াইয়ে রাখে। শেষের দিকে সুন্দীপ জোরা ৬৩ রান করেন। জবাবে একেবারেই প্রতিরোধ গড়ে তুলতে পারেননি ক্যারিবিয়ানরা। মাত্র তিনজন দুই সংখ্যার ঘরে রান করেন। সর্বোচ্চ রান জেসন হোল্ডারের (২১)। ১৭.১ ওভারে মাত্র ৮৩ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস। ৪ উইকেট তোলেন আদিল আনসারি। ৩ উইকেট কুশল ভুর্টেলের।

প্রথম ম্যাচ জিতে জেন জি’র আন্দোলনে যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের জন্য এই জয় উৎসর্গ করেছিলেন রোহিত। উল্লেখ্য, এখনও পর্যন্ত সবমিলিয়ে ১৮০টির বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে নেপাল। এর আগে ২০১৪ সালে আফগানিস্তানকে হারিয়েছিল তারা। যদিও সেসময়ে আফগানিস্তান আইসিসির পূর্ণ সদস্য ছিল না। কিন্তু ওয়েস্ট ইন্ডিজকে হারানো এক ঐতিহাসিক সাফল্য ‘রাইনো’দের জন্য।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ