Advertisement
Advertisement
Nepal

এবার খেলাতেও কামাল ‘জেন জি’র! ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ইতিহাস গড়ল নেপাল

দেশের অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যেই সংযুক্ত আরব আমিরশাহিতে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে গিয়েছে নেপাল।

Nepal beats West Indies, scripts history in cricket
Published by: Anwesha Adhikary
  • Posted:September 28, 2025 1:42 pm
  • Updated:September 28, 2025 1:43 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিনকয়েক আগেই গোটা বিশ্বে আলোড়ন ফেলে দিয়েছিল নেপাল। জেন জি’র আন্দোলনে মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে নেপালের সরকারের পতন হয়েছিল। এবার ক্রিকেট মাঠেও ইতিহাস গড়ল নেপাল। প্রথমবার আইসিসির পূর্ণ সদস্য় দেশকে হারিয়ে দিল তারা। ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেদেশের ক্রিকেট ইতিহাসে নতুন অধ্যায় শুরু করলেন রোহিত পৌডেলরা।

Advertisement

দেশের অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যেই সংযুক্ত আরব আমিরশাহিতে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে গিয়েছে নেপাল। প্রতিপক্ষ দু’বারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচ ছিল শনিবার। শারজার সেই ম্যাচেই তৈরি হল ইতিহাস। নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবার আইসিসির পূর্ণ সদস্য দেশকে হারাল নেপাল। এর আগে ২০১৪ সালে আফগানিস্তানকে হারিয়েছিল তারা। কিন্তু সেসময়ে আফগানিস্তান আইসিসির পূর্ণ সদস্য ছিল না।

শনিবার সিরিজের প্রথম ম্যাচে টস হেরে ব্যাট করতে নামে নেপাল। প্রথমেই ধাক্কা খায় তাদের ইনিংস। দ্রুত প্যাভিলিয়নে ফিরে যান দুই ওপেনার। কঠিন পরিস্থিতিতে নেমে ইনিংসের হাল ধরেন নেপাল অধিনায়ক রোহিত। ৩৫ বলে ৩৮ রান করেন। সঙ্গত দেন কুশল মাল্লা। ২১ বলে তিনি ৩০ রান করেন। শেষের দিকে ১৬ বলে ২২ রান করেন গুলশন ঝা। তবে নেপাল ইনিংসকে দেড়শোর কমে আটকে দেন জেসন হোল্ডার। মাত্র ২০ রান দিয়ে তিনি ৪ উইকেট তুলে নেন।

রান তাড়া করতে নেমে বেশ ভালো ফর্মে ছিলেন দুই ক্যারিবিয় ওপেনার। কিন্তু পরের দিকে তাদের রানের গতি কমতে থাকে। শেষ ওভারে জয়ের জন্য ২৮ রান দরকার ছিল ওয়েস্ট ইন্ডিজের। কিন্তু শেষ পর্যন্ত ১৯ রানে ম্যাচ জেতে নেপাল। সম্প্রতি জেন জি’র আন্দোলনে যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের জন্য এই জয় উৎসর্গ করেন রোহিত। উল্লেখ্য, এখনও পর্যন্ত সবমিলিয়ে ১৮০টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে নেপাল। এই প্রথমবার আইসিসির পূর্ণ সদস্য দেশের বিরুদ্ধে জিতল তারা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ