Advertisement
Advertisement
Sehwag vs Kohli

শেহওয়াগ বনাম কোহলি, দিল্লির টুর্নামেন্টে ধুন্ধুমার লড়াই! জিতল কে?

দু'জনের দ্বৈরথ নিয়ে তুমুল চর্চা ছিল নেটদুনিয়ায়।

Nephew of Virat Kohli and Son of Virender Sehwag sold in DPL

ফাইল ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:July 7, 2025 4:20 pm
  • Updated:July 7, 2025 5:04 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুই ‘নেপোকিড’কে নিয়ে আগ্রহ ছিল তুঙ্গে। তবে শেষ পর্যন্ত দর হাঁকার লড়াইয়ে এক নেপোকিডের কাছে গোহারা হেরে গেল আরেকজন। একজনের দাম উঠল ৮ লক্ষ, আরেকজন থেমে গেলেন মাত্র ১ লক্ষে। নাম এক হলেও, শেষ পর্যন্ত দুই আর্যবীরের দামে বিস্তর ফারাক থেকে গেল।

Advertisement

গল্পের কেন্দ্রে রয়েছে দুই তরুণ ক্রিকেটার, দুজনেরই নাম আর্যবীর। একজনের বাবা বীরেন্দ্র শেহওয়াগ, অপরজনের কাকা বিরাট কোহলি। তাঁরা একসময়ে সতীর্থ ছিলেন, দেশের হয়ে বিশ্বকাপ জিতেছেন। তবে এবার প্রতিপক্ষ হিসাবে দিল্লি প্রিমিয়ার লিগে নামবে পরবর্তী প্রজন্মের কোহলি ও শেহওয়াগ। যদিও নিলামে দু’জনের ভাগ্য বেশ আলাদা। ৮ লক্ষ টাকায় শেহওয়াগপুত্রকে কিনে নিয়েছে সেন্ট্রাল দিল্লি কিংস। অন্যদিকে গতবারের রানার্স আপ সাউথ দিল্লি সুপারস্টার্জে যাচ্ছেন কোহলিপুত্র, ১ লক্ষ টাকায়।

গত ৫ জুলাই দিল্লি প্রিমিয়ার লিগের নিলাম ছিল। সেখানে বিরাট কোহলির দাদা বিকাশের ১৫ বছর বয়সি পুত্র আর্যবীরের নাম ছিল। ড্রাফটে ছিল বীরেন্দ্র শেহওয়াগের ১৭ বছর বয়সি পুত্র আর্যবীরও। শেহওয়াগের আরেক পুত্র বেদান্তও নিলামের ড্রাফটে ছিল। উল্লেখ্য, শেহওয়াগের বড় ছেলে আর্যবীরের নাম অবশ্য ইতিমধ্যেই চর্চিত। দিল্লির অনূর্ধ্ব-১৯ দলের হয়ে মেঘালয়ের বিরুদ্ধে ২৯৭ রান করেছিল। তাই দিল্লি প্রিমিয়ার লিগেও আকাশছোঁয়া দাম পেল শেহওয়াগপুত্র। অন্যদিকে, আর্যবীর কোহলি লেগ স্পিনার। বিরাটের কোচ রাজকুমার শর্মার অধীনেই তার প্রশিক্ষণ চলছে।

এছাড়াও একঝাঁক পরিচিত মুখ খেলবেন দিল্লি প্রিমিয়ার লিগে। আইপিএলে আবির্ভাবেই নজর কেড়েছিলেন দিগ্বেশ রাঠি। সেটা তাঁর ‘রহস্যময়’ বোলিংয়ের জন্য তো বটেই, তার সঙ্গে ‘নোটবুক’ সেলিব্রেশনের জন্যও। ৩৮ লক্ষ টাকায় তাঁকে কিনেছে সাউথ দিল্লি সুপারস্টার্জ। খেলবেন ঋষভ পন্থও। নিলামে সর্বোচ্চ ৩৯ লক্ষ টাকা দাম পেয়েছেন পেসার সিমরজিৎ সিং।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement