Advertisement
Advertisement
Haris Rauf

ভারত-পাক ম্যাচে যুদ্ধবিমান ধ্বংসের ভঙ্গি! রাউফের আচরণে ফুঁসছে নেটদুনিয়া

ঠিক কী করেছেন পাকিস্তানি তারকা?

Netizens are angry over Haris Rauf's fighter jet gesture during the India-Pakistan match
Published by: Prasenjit Dutta
  • Posted:September 22, 2025 12:31 pm
  • Updated:September 22, 2025 1:46 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রায় একপেশে একটা ম্যাচে পাকিস্তানকে হারিয়েছে ভারত (IND vs PAK)। যদিও রবিবারের ম্যাচের উত্তাপ ছিল মাঠেও। প্রথমে হাফসেঞ্চুরি করে ব্যাট দিয়ে গুলি চালানোর ভঙ্গিতে সেলিব্রেশন করলেন সাহিবজাদা ফারহান। এরপর হ্যারিস রউফের (Haris Rauf) ‘ফাইটার জেট’ ইশারাও ভাইরাল হয়েছে। যা নিয়ে ক্ষোভে ফুঁসছেন নেটিজেনরা।

Advertisement

ঠিক কী ঘটেছিল? বাউন্ডারি লাইনে ফিল্ডিং করছিলেন হ্যারিস রউফ। সেই সময় গ্যালারিতে থাকা ভারতীয় সমর্থকরা তাঁকে দেখে ‘কোহলি… কোহলি’ বলে চিৎকার জুড়ে দেন। ভারতীয় সমর্থকরা কেন রউফকে দেখে এমন করলেন, এর কারণ জানতে তিন বছর পিছনে চলে যেতে হবে। ২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে রউফকে টানা দু’টি ছক্কা হাঁকিয়েছিলেন বিরাট কোহলি। ম্যাচও জিতেছিল টিম ইন্ডিয়া। সেই কারণে কোহলির নামে স্লোগান দিয়ে রউফের কাটা গায়ে নুনের ছিটা দিয়েছিলেন দর্শকরা।

দর্শকদের বিদ্রুপ সহ্য করতে পারেননি রউফ। সেই সময় ভারতীয় সমর্থকদের দিকে তাকিয়ে হাতের ইশারা করেন। ইশারায় ধরা পড়ে, উড়তে উড়তে ভূপাতিত হয়েছে বিমান। একবার নয়, বেশ কয়েকবার একই রকম ইঙ্গিত করেন ৩১ বছর বয়সি এই পাক ক্রিকেটার। এমনকী দর্শকদের দিকে হাতের আঙুল দিকে ‘৬-০’ দেখান তিনি। নেটদুনিয়ায় রউফের এই আচরণের বিরোধিতায় নেট নাগরিকরা।

কেন এমন করলেন রউফ? মে মাসে অপারেশন সিঁদুরের সময় ছ’টি ভারতীয় যুদ্ধবিমান ধ্বংসের দাবি তোলা হয় পাকিস্তানের পক্ষ থেকে। যদিও সেই দাবি উড়িয়ে দিয়েছিল ভারতীয় সেনা। রউফ মুখে কিছু না বললেও ইঙ্গিতে সে-কথাই বলেছেন বলে মনে করছেন নেটিজেনরা। পহেলগাঁও হামলার পর ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্কে ব্যাপক অবনতি হয়েছে। তার মধ্যেও দুই দেশ একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছে। এই পরিস্থিতিতে রউফের এহেন আচরণকে ‘ক্ষমার অযোগ্য’ বলে দাবি তুলে পাক ক্রিকেটারের সমালোচনায় মুখর নেটদুনিয়া।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ