Advertisement
Advertisement
Pakistan vs Oman

আত্মসমর্পণ ‘নবাগত’ ওমানের, জয় দিয়ে এশিয়া কাপ অভিযান শুরু পাকিস্তানের

সহজেই জয় পেল পাকিস্তান।

Newcomer Oman surrenders, Pakistan starts Asia Cup campaign with victory
Published by: Prasenjit Dutta
  • Posted:September 12, 2025 11:25 pm
  • Updated:September 13, 2025 12:50 am   

পাকিস্তান: ১৬০ (হ্যারিস ৬৬, সাহেবজাদা ২৯, ফয়সাল ৩৪/৩, আমির কালিম ৩১/৩)
ওমান: ৬৭ (মির্জা ২৭, শাকিল আহমেদ ১০, ফাহিম ৬/২, সাইম ৮/২)

Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রিকেটে তারা যে ‘নবাগত’, সেটাই যেন প্রমাণ করল ওমান। পাকিস্তানকে ১৬১ রানের বেশি এগোতে দিল না তাদের আঁটসাঁট বোলিং। কিন্তু ব্যাটিং করতে নেমেই যেন থরহরি কম্পমান তারা। সেই কারণে ওমানকে হারাতে বিশেষ কসরত করতে হল না পাকিস্তানকে। ১৬০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৬৭ রানে গুটিয়ে গেল ওমান। ৯৩ রানে জিতে এশিয়া কাপ অভিযান শুরু করল সলমন আঘার দল।

শুক্রবার টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক। শুরুটা কিন্তু অসাধারণ করে ওমান। প্রথম ওভারের দ্বিতীয় বলেই ফয়সাল শাহর বলে এলবিডব্লিউ সাইম আইয়ুব। ফারহান ২ রানের মাথায় জীবনদান পান। সাহেবজাদা ফারহান অনেক আগেই আউট হয়ে যেতে পারতেন, যদি না শাকিল আহমেদের বলে জীবনদান পেতেন। ৫ ওভার পর্যন্ত যথেষ্ট কৃপণ বোলিং করেছিলেন ওমান বোলাররা। রান উঠেছিল মাত্র ৩১। এরপরেই গিয়ার বদল করে পাকিস্তান। ষষ্ঠ ওভারে ওঠে ১৬ রান। প্রথম পাওয়ার প্লেতে পাকিস্তান পৌঁছে যায় ৪৭ রানে।

দুই ওপেনার, বিশেষ করে মহম্মদ হ্যারিস ২২ গজে ঝড় তুলে ৩২ বলে অর্ধশতক পূর্ণ করেন। দ্বিতীয় উইকেটে ৮৫ রানের পার্টনারশিপ ভাঙে সাহেবজাদা (২৯) আউট হতেই। এর খানিক পরে আমির কালিমের বলে ৪৩ বলে ৬৬ রানের ঝোড়ো ইনিংস খেলে আউট হন হ্যারিসও। তাঁর আউটের পর খেলায় ফেরে ওমান। একে একে সাজঘরে ফেরেন অধিনায়ক সলমন আঘা (০), হাসান নওয়াজ (৯)। শেষের দিকে মহম্মদ নওয়াজ ১০ বলে ১৯ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। ফাহিম আশরাফ করেন ৪ বলে ৮। নওয়াজ এবং আশরাফ অবশ্য অপরাজিত ছিলেন না। শেষপর্যন্ত পাকিস্তানের ইনিংস থামে ৭ উইকেটে ১৬০ রানে।

জবাবে ব্যাট করতে নেমে  ‘আয়ারাম গয়ারাম’ অবস্থা হয় ওমানের। দ্বিতীয় ওভারের প্রথম বলেই সাইম আইয়ুবের বলে বোল্ড যতিন্দর সিং (১)। আরেক ওপেনার আমির কালিমকে ১৩ রানে ফেরান আইয়ুব। কিছুক্ষণ লড়াই চালান হাম্মাদ মির্জা। কিন্তু ২৩ বলে ২৭ রানের ইনিংস খেলে সুফিয়ান মুকিমের বলে আউট হন তিনি। এরপর পাক বোলারদের সামনে ওমান ব্যাটিংয়ের কঙ্কালসার চেহারাটাই বেশি করে ফুটে ওঠে। ওমানের ইনিংস শেষ হয় ৬৭ রানে। পাকিস্তানের পক্ষে সাইম আইয়ুব, সুফিয়ান মুকিম, ফাহিম আশরাফ নেন ২টি করে উইকেট। শাহিন আফ্রিদি, আবরার আহমেদ, মহম্মদ নওয়াজের শিকার ১টি করে উইকেট। রবিবার ভারতের মুখোমুখি হবে পাকিস্তান।  

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ