Advertisement
Advertisement
Digvesh Rathi

ছক্কা খেয়ে নিজেরই নোটবুক সেলিব্রেশন হজম! ‘অপমানে’ প্রাক্তন নাইটের সঙ্গে হাতাহাতি দ্বিগেশের

বড় জরিমানাও হয়েছে দুই তারকার।

Nitish Rana, Digvesh Rathi's heated face off in Delhi Premier League and slapped with huge fine
Published by: Arpan Das
  • Posted:August 30, 2025 1:06 pm
  • Updated:August 30, 2025 1:06 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিগ্বেশ রাঠি মানেই যেন বিতর্ক। আইপিএল চলাকালীন একাধিকবার সমস্যায় পড়েছেন। এবার দিল্লি প্রিমিয়ার লিগেও ঝামেলায় জড়িয়ে পড়লেন দিগ্বেশ। প্রাক্তন নাইট তারকা নীতীশ রানার সঙ্গে রীতিমতো হাতাহাতির ঘটনা ঘটল দিল্লি প্রিমিয়ার লিগে। যার জেরে বড় জরিমানাও হল দুই তারকার।

Advertisement

ডিপিএলের এলিমিনিটরে মুখোমুখি হয়েছিল দিগ্বেশের সাউথ দিল্লি সুপারস্টার্স ও নীতীশের ওয়েস্ট দিল্লি লায়ন্স। সেখানে দিগ্বেশদের বোলিং লাইন আপকে ধাক্কা দিয়ে ৫৫ বলে ১৩৪ রান করেন নীতীশ। ম্যাচও জেতেন তাঁরা। দ্বিগেশের প্রথম ওভারেই ২২ রান হাঁকান প্রাক্তন কেকেআর তারকা। তাতে পালটা দেওয়ার চেষ্টা করেন লখনউ সুপার জায়ান্টসের রহস্য স্পিনার। রান আপ নিয়েও বল হাত থেকে ছাড়েননি। পরের বলে ঠিক একই রাস্তা নেন নীতীশ। এবার দ্বিগেশ বল করার আগে তিনি ক্রিজ থেকে সরে যান।

তারপর দ্বিগেশকে ছক্কাও মারেন নীতীশ। আর তারপর নিজের ব্যাটে ‘নোটবুক’ সেলিব্রেশন করে তিনি। আইপিএলে যে সেলিব্রেশনের জন্য বিখ্যাত হয়েছিলেন দ্বিগেশ নিজে। আর তাতেই চটে যান দ্বিগেশ। তিনি কিছু একটা বলেন নীতীশ। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে যায় যে রীতিমতো হাতাহাতি শুরু হয়। দুজনের মধ্যে তীব্র বাদানুবাদ হয়। পরে আরও একবার ঝামেলায় জড়ান দুই দলের প্লেয়াররা। সেবার অবশ্য ‘শান্তির দূত’ হয়ে এগিয়ে আসেন নীতীশই।

তবে ঝামেলার জন্য দুজনেরই জরিমানা করা হয়। শৃঙ্খলাভঙ্গের দায়ে দ্বিগেশের ম্যাচ ফি’র ৮০ শতাংশ কেটে নেওয়া হচ্ছে। অন্যদিকে রানার ম্যাচ ফি’র ৫০ শতাংশ কেটে নেওয়া হচ্ছে। দুই দল মিলিয়ে আরও তিন প্লেয়ারের জরিমানা হয়েছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement