সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তারকাখচিত পেস লাইন আপ নয়, লর্ডস টেস্টের প্রথম সেশনে ভারতের মুখরক্ষা করলেন পার্টটাইম বোলার। মাত্র ১৩তম ওভারে নীতীশ রেড্ডির হাতে বল তুলে দিলেন অধিনায়ক শুভমান গিল। তারপরেই লর্ডসে রেড্ডি ম্যাজিক। দুই সেট ব্যাটারকে প্যাভিলিয়নে ফেরালেন তরুণ তুর্কি। মধ্যাহ্নভোজের বিরতিতে ইংল্যান্ডের স্কোর ৮৩ রান, দুই উইকেট খুইয়ে।
বৃহস্পতিবার লর্ডসে টেস্ট জেতেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন তিনি। তবে টসের সময়ে শুভমান জানান, তিনি প্রথমে বল করতে চেয়েছিলেন। টস হেরেও প্রথমে বল করার সুযোগ পেলেন তিনি। লর্ডসের সিমিং পরিবেশে জশপ্রীত বুমরাহ-মহম্মদ সিরাজ-আকাশ দীপ পেস ত্রয়ীর দাপট দেখা যাবে প্রথম সেশনে, এমনটাই অনুমান ছিল।
খেলার শুরুতে পিচ থেকে ভালোই সুইং পাচ্ছিলেন বোলাররা। যথেষ্ট অস্বস্তিতে পড়েন দুই ইংরেজ ওপেনার জ্যাক ক্রলি এবং বেন ডাকেট। ভারতীয় পেসারদের সামনে মাঝে মাঝেই অসহায় দেখিয়েছে দু’জন ওপেনারকে। তবে ভাগ্যের সাহায্য ছিল ইংল্যান্ডের সঙ্গে। প্রথম ঘণ্টায় কোনও উইকেট হারায়নি তারা। ১৩ ওভারের মধ্যে স্কোরবোর্ডে চল্লিশের বেশি রান তুলে ফেলে ইংল্যান্ড।
কিন্তু ছবিটা পালটে যায় ড্রিঙ্কসের পর। ১৩তম ওভারে নীতীশকে আক্রমণে আনেন শুভমান। ওই ওভারের তৃতীয় বলেই ডাকেটকে আউট করেন নীতীশ। অতি সাধারণ ডেলিভারি গ্লাভস ছুঁয়ে জমা পড়ে উইকেটকিপারের হাতে। ওভারের শেষ বলে অনবদ্য ডেলিভারিতে আউট হন ক্রলি। সেখান থেকে অবশ্য ইনিংস গড়ার চেষ্টা করছেন অলি পোপ এবং জো রুট। বাজবল ভুলে বেশ সাবধানী ইনিংস খেলছেন দুই ব্যাটার। যথাক্রমে ১৬ এবং ২৫ রান করে ক্রিজে রয়েছেন তাঁরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.