Advertisement
Advertisement
Women's World Cup

ফতিমার সঙ্গে হাত মেলালেন না হরমনপ্রীত, এশিয়া কাপের পুনরাবৃত্তি মহিলা বিশ্বকাপের ভারত-পাক ম্যাচেও

টসে জিতে প্রথমে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছে পাকিস্তান।

No Handshake between IND vs PAK match in Women's Cricket World Cup
Published by: Arpan Das
  • Posted:October 5, 2025 2:41 pm
  • Updated:October 5, 2025 3:37 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়া কাপের পুনরাবৃত্তি মহিলা বিশ্বকাপের ভারত-পাকিস্তান ম্যাচেও। টসের সময় পাক অধিনায়ক ফতিমা সানার সঙ্গে হাত মেলালেন না ভারত অধিনায়ক হরমনপ্রীত কউর। টসে জিতে প্রথমে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছে পাকিস্তান।

Advertisement

সদ‌্য সমাপ্ত পুরুষদের এশিয়া কাপে তিন-তিনবার ভারত-পাকিস্তান যুদ্ধ হয়েছিল। এবং তিনবারই জিতেছে ভারত। এই ম‌্যাচগুলিতে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব এবং ভারতীয় দলের ক্রিকেটাররা পাক ক্রিকেটারদের সঙ্গে করমর্দন করেননি। এমনকী, পিসিবি প্রধান এবং এসিসি প্রেসিডেন্ট মহসিন নকভির হাত থেকে এশিয়া কাপ জেতার পর ট্রফি নিতে অস্বীকার করে ভারতীয় দল। যা নিয়ে বিতর্ক এখনও চলছে। কলম্বোয় মহিলা ওয়ানডে বিশ্বকাপের ম্যাচেও একই ঘটনা ঘটল।

টসে জেতেন পাকিস্তানের অধিনায়ক ফতিমা সানা। তিনি প্রথমে বল করার সিদ্ধান্ত নেন। ভারতীয় দলে একটি বদল এসেছে। অসুস্থ আমনজ্যোতের বদলে রেণুকা সিং সুযোগ পেয়েছেন। পাকিস্তান তাদের আগের ম্যাচে বাংলাদেশের কাছে হেরেছে। অন্যদিকে ভারত শ্রীলঙ্কার বিরুদ্ধে জিতেছে। এর আগে শ্রীলঙ্কায় হরমনপ্রীতরা সিরিজও খেলেছে। ফলে পরিবেশ-পরিস্থিতির সঙ্গে তারা অনেকটাই পরিচিত। তাছাড়া পাকিস্তানের বিরুদ্ধে ওয়ানডেতে ১১টির মধ্যে ১১টিই জিতেছে ওমেন্স ইন ব্লু। ফলে সেটাও বাড়তি আত্মবিশ্বাস জোগাবে।

তবে ক্রিকেটের সঙ্গে নজর ছিল ক্রিকেটের বাইরেও। প্রেমদাসা স্টেডিয়ামে দুই দল নামার আগে থেকেই বিতর্ক শুরু হয়েছে। গ্রুপ পর্বের ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে সেই বিতর্ক উসকে উঠেছে। পাক সাংবাদিক দুই দেশের ‘তিক্ততা’ নিয়ে প্রশ্ন করতেই থামিয়ে দেন ভারতের মিডিয়া ম্যানেজার। এর আগে ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ সইকিয়া জানিয়েছিলেন, গত একসপ্তাহে পাকিস্তানের সঙ্গে সম্পর্কের কোনও উন্নতি হয়নি। বরং সম্পর্ক আরও খারাপ হয়েছে। এই পরিস্থিতিতে হরমনপ্রীতরা হাত মেলাবে না বলেই চর্চা ছিল। সেটাই বাস্তব হল।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ