প্রতীকী ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের সঙ্গে ভারতের ক্রিকেট সম্পর্ক কেমন হবে? ইতিমধ্যেই সেই নিয়ে স্পষ্ট নির্দেশিকা এসেছে মোদি সরকারের থেকে। বহুদেশীয় টুর্নামেন্টগুলিতে ভারত-পাক ম্যাচ হবে, কিন্তু দুই দেশের মধ্যে কোনও দ্বিপাক্ষিক সিরিজ হবে না। আর তাতে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে পাকিস্তানের বার্তা, ‘আর ভিক্ষা করতে হবে না’।
সামনেই এশিয়া কাপ। ১৪ সেপ্টেম্বর ক্রিকেটের এশিয়া কাপে মুখোমুখি হচ্ছে ভারত এবং পাকিস্তান। সেই ম্যাচ বয়কট করুক মেন ইন ব্লু, এমন দাবিতে সুর চড়িয়েছেন আমজনতা থেকে সেলেব্রিটি সকলেই। বিশেষ করে পহেলগাঁও হামলার পরবর্তী সময়ে পাকিস্তানের সঙ্গে ক্রিকেট ম্যাচ খেলার তীব্র বিরোধিতা রয়েছে বহু মহলে। অবশ্য এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ভারতের চাপে হাইব্রিড মডেল মেনে নিতে হয় পাকিস্তানকে।
তবে মোদি সরকারের নির্দেশের পর ছবিটা অনেকটাই পরিষ্কার। সেটাকে সামনে রেখে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নকভির বক্তব্য, “আমার মনে হয়, আমরা নিজেদের অবস্থান স্পষ্ট করতে পেরেছি। এরপরই যখন ভারতের সঙ্গে ক্রিকেট নিয়ে কথা হবে, তখন আমরা সমান-সমান জায়গায় থাকব। সমঝোতা নিয়ে আর কোনও ভিক্ষাবৃত্তি করব না। সেই সময় চলে গিয়েছে। এবার যা হবে, সমান-সমান জায়গা থেকে হবে।”
আসলে এশিয়া ক্রিকেট কাউন্সিলেরও চেয়ারম্যান নকভি। এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়েও অনেক কাঠখড় পোড়াতে হয়েছে তাঁকে। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়েও একই কথা বলা যায়। ভারত নিজের অবস্থান স্পষ্ট করে দেওয়ায় দু’দেশের সিরিজ বন্ধই হয়ে গেল। কিন্তু বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি বা এশিয়া কাপের মতো টুর্নামেন্টে খেলা হবে। আর এই টুর্নামেন্টগুলোর ক্ষেত্রে সাধারণত দেখা গিয়েছে, ভারতের মতামতই সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে। তাছাড়া, মাঝে দ্বিপাক্ষিক সিরিজেরও হাওয়া উঠেছিল। এখন ভারত নিজেদের অবস্থান স্পষ্ট করায় পাকিস্তানকে সত্যিই আর ‘ভিক্ষা’ করতে হবে না।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.