সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারত-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ চলছে। প্রথম টেস্ট আয়োজিত হয়েছিল আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। যদিও গ্যালারির দিকে তাকিয়ে দেখা গিয়েছিল মাত্র শ’খানেক দর্শক খেলা দেখতে এসেছেন। এর বিপরীতে কানপুরের স্টেডিয়ামে দেখা গেল ভিন্ন ছবি। সেখানে ভারত ‘এ’ বনাম অস্ট্রেলিয়া ‘এ’ দলের ম্যাচ দেখতে উপচে পড়ল স্টেডিয়াম। এমনকী বিসিসিআইয়ের সহ-সভাপতিও এই ঘটনাকে ‘অভূতপূর্ব’ আখ্যা দিয়েছেন। তবে তিনি বিস্মিত হলেও নেট নাগরিকরা অবশ্য সমালোচনা করতে ছাড়েনি বিসিসিআইকে।
বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুক্লা এক্স হ্যান্ডেলে লেখেন, “কানপুরে কি অসাধারণ দৃশ্য! এক কথায় অভূতপূর্ব। ভারত ‘এ’ বনাম অস্ট্রেলিয়া ‘এ’ দলের মধ্যে ওয়ানডে ম্যাচ দেখতে ২৪ হাজারেরও বেশি দর্শক সমাগম। সাধারণত এই ধরনের খেলায় এত ভিড় হয় না। কানপুরের মানুষের ক্রিকেটের প্রতি ভালোবাসা এবং আবেগ দেখে আপ্লুত। এতে প্রমাণিত হল ক্রিকেটের জনপ্রিয়তা উত্তরোত্তর বাড়ছে।”
What an incredible sight in Kanpur – over 24,000 fans turning up for an India A vs Australia A one-day match. India A games rarely draw such crowds. A true testament to the growing love for the game and the incredible passion of the people of Kanpur.
— Rajeev Shukla (@ShuklaRajiv)
অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিরুদ্ধে বেসরকারি টেস্টের পর ওয়ানডে সিরিজও জিতে নেয় ভারতীয় ‘এ’ দল। রবিবার কানপুরে সিরিজের তৃতীয় ম্যাচ ভারত ‘এ’ জেতে ২ উইকেটে। সেই সুবাদে ভারত ‘এ’ সিরিজ জয়ী হয় ২-১ ব্যবধানে। আর সেই ম্যাচে প্রভসিমরন সিংয়ের সেঞ্চুরি, শ্রেয়স আইয়ারের ৬২ কিংবা অর্শদীপ সিং (৩-৩৮)-এর ম্যাজিকাল স্পেল তারিয়ে তারিয়ে উপভোগ করলেন মাঠে উপস্থিত দর্শকরা।
তা সত্ত্বেও বিসিসিআইকে একহাত নিতে ছাড়ছেন না নেটিজেনরা। তাঁদের কেউ বলছেন, ওয়েস্ট ইন্ডিজের মতো দলগুলোর সঙ্গে টেস্ট ম্যাচ এমন জায়গায় হোক, যেখানে দর্শক সমাগম হবে। কেউ তো আবার ছ’বছর আগে করা কোহলির ভবিষ্যদ্বাণীর কথা স্মরণ করিয়ে পাঁচটা নির্দিষ্ট টেস্ট সেন্টারেরও দাবি জানিয়েছেন। তাঁদের মতে, বিষয়টা নিয়ে এবার সত্যিই ভাবার সময় এসেছে বোর্ডের। আসলে আন্তর্জাতিক ম্যাচে শুনশান গ্যালারি একেবারেই বেমানান।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.