সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ম্যাঞ্চেস্টারে চতুর্থ টেস্টে ভাঙা পা নিয়েও ব্যাট করতে নেমে পড়েছিলেন ঋষভ পন্থ। কিংবা ওভালে ভাঙা কাঁধ নিয়ে ব্যাট হাতে নেমে পড়তে ভয় পাননি ক্রিস ওকস। কিন্তু অনেকেই হয়তো জানেন না, পঞ্চম টেস্টে টিম ইন্ডিয়ার আরও এক ব্যাটার আঙুলে চিড় ধরা অবস্থায় দ্বিতীয় ইনিংসে ব্যাট করেছিলেন।
সিরিজ শেষ হওয়ার চার দিন পর এই তথ্য সামনে এসেছে। জানা গিয়েছে, ওভালে দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সময় আঙুলে চোট পেয়েছিলেন করুণ নায়ার। চোট পেলেও হাল ছাড়েননি। তা নিয়েই লড়াই চালান। ইংল্যান্ড থেকে সিরিজ ড্র রেখে ফিরতে গেলে পঞ্চম টেস্টে জেতা ছাড়া আর কোনও উপায় ছিল না ভারতের। এমন পরিস্থিতিতে ২২ গজ ছেড়ে উঠে যেতে চাননি তিনি।
চোট নিয়ে ওভালে লড়াই চালালেও দলীপ ট্রফিতে খেলতে পারবেন না করুণ। মধ্যাঞ্চলের হয়ে খেলার কথা ছিল তাঁর। ২৮ আগস্ট থেকে শুরু হতে চলেছে দলীপ ট্রফি। ফাইনাল ১৫ সেপ্টেম্বর। কিন্তু চিকিৎসকরা যতদিন পর্যন্ত তাঁকে খেলার ছাড়পত্র দিচ্ছেন, ততদিন মাঠে নামতে পারবেন না তিনি।
৭ বছর পর টেস্টে প্রত্যাবর্তন হয়েছিল করুণ নায়ারের। চার টেস্টে সুযোগ পেলেও দলকে হতাশ করেছেন। সেরা রান ৫৭। আট ইনিংস মিলিয়ে করেছেন ২০৫ রান। এ বছর ঘরোয়া ক্রিকেটে নিজের রাজ্য কর্নাটকের হয়ে খেলবেন তিনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.