Advertisement
Advertisement

Breaking News

Sachin Tendulkar On Jasprit Bumrah

‘৯ উইকেট নেওয়া হল না…’, বুমরাহর জন্য আফসোস শচীনের, ফিল্ডারদের তোপ?

সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন 'মাস্টার ব্লাস্টার'।

'Not taking 9 wickets...', Sachin Tendulkar feels sorry for Jasprit Bumrah, blames fielders?
Published by: Prasenjit Dutta
  • Posted:June 23, 2025 2:02 pm
  • Updated:June 23, 2025 3:29 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথম টেস্টে দুই দলের মধ্যে পার্থক্য গড়ে দিয়েছেন জশপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। পাঁচ ইংরেজ ব্যাটারকে তিনি সাজঘরে ফেরালেও তাঁর সতীর্থরা হতাশ করেছেন। একাধিক ক্যাচ ফসকেছে তাঁর বলে। উইকেটের অন্য প্রান্ত থেকেও মেলেনি তেমন একটা সাহায্য। একা কুম্ভ হয়ে যেভাবে লড়াই করেছেন, তাতে প্রশংসা কুড়িয়ে নিয়েছেন সকলের। এই তালিকায় এবার যোগ দিলেন শচীন তেণ্ডুলকর (Sachin Tendulkar)। তবে কিছুটা আফসোসও ঝরে পড়েছে তাঁর কথায়।

৮৩ রানে ৫ উইকেট নিয়েছেন জশপ্রীত বুমরাহ। বাকি বোলাররা মিলে ৫ উইকেট নিলেও বিলিয়েছেন ৩৮২ রান। তাই অন্য বোলাররা যদি উইকেট না পান, তাহলে ওয়ার্কলোড বাড়বে ৩১ বছর বয়সি বোলারের। তার উপর তাঁর বলে দফায় দফায় ক্যাচ ফসকেছেন যশস্বী, জাদেজারা। জীবনদান পেয়ে বেন ডাকেট, অলি পোপরা ঝড় তোলেন। আর তা দেখে ‘মাস্টার ব্লাস্টার’ এক্স হ্যান্ডেলে লেখেন, ‘অভিনন্দন বুমরাহ। একটা নো বল এবং ৩টে ক্যাচ মিসের কারণে তোমার একার ৯ উইকেট নেওয়া হল না।’

শচীনের মন্তব্য থেকেই বোঝা যায়, একাকী যোদ্ধার মতো লড়ে গিয়েছেন ৩১ বছর বয়সি এই পেসার। তবে ভারতীয় ফিল্ডারদের উপর যে খুশি নন, সে কথাও পরোক্ষে বুঝিয়ে দিয়েছেন ‘লিটল মাস্টার’। যদিও সতীর্থ ফিল্ডারদের পাশেই দাঁড়িয়েছেন বুমরাহ। তিনি বলেন, “কেউ তো আর ইচ্ছা করে ক্যাচ ফেলে না। কখনও কখনও ঠান্ডার কারণে ক্যাচ মিস হয়ে যায়। এটা খেলারই অঙ্গ।”

অন্যদিকে, সতীর্থ বোলারদের পাশে দাঁড়িয়ে বুমরাহ বলেন, “কেউ কেউ এখানে প্রথমবার খেলছে। তাই হয়তো মানিয়ে নিতে সময় লাগছে। ওরা ধীরে ধীরে শিখবে। এই মুহূর্তে আমাদের লক্ষ্য হল যতটা সম্ভব রান করা।” তৃতীয় দিনের শেষে ভারত এগিয়ে ৯৬ রানে। ক্রিজে রয়েছেন কেএল রাহুল (৪৭) এবং শুভমান গিল (৬)। আপাতত ভারতের লক্ষ্য স্কোরবোর্ডে বড় রান তোলা। আর তারপর প্রথম ইনিংসের ভুলচুক থেকে শিক্ষা নিয়ে ফিল্ডিংয়ে নামতে হবে ভারতকে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement