সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিরাট কোহলিকে সেরা প্রতিদ্বন্দ্বী বলে মনে করেন না শাহিন শাহ আফ্রিদি। বরং পাক পেসারের দাবি, কোহলি ভালো, কিন্তু তাঁর চেয়েও কঠিন ব্যাটারের মোকাবিলা করেছেন তিনি। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার হাসিম আমলাকে বল করা অনেক বেশি কঠিন, তাই কোহলির বদলে হাসিমকেই প্রতিপক্ষের দিক থেকে ‘কিং’ বাছলেন শাহিন।
পাক পেসার বলছেন, “আমি হাসিম আমলার বিরুদ্ধে টেস্টে ও ওয়ানডেতে খেলেছি। ও খুব কঠিন প্রতিদ্বন্দ্বী। তাছাড়া ইংল্যান্ডের টি-টোয়েন্টি লিগেও ওর বিরুদ্ধে খেলেছি। আমার মনে হয়, হাসিম খুবই ভালো ব্যাটার। আর যেভাবে খেলত, সেটা দেখতেও ভালো লাগে।” আর বিরাট কোহলি? শাহিন বলছেন, “বিরাট কোহলি অন্য ধরনের প্লেয়ার। খুবই ভালো ক্রিকেটার। কিন্তু হাসিম ভাইকে বল করা অনেক বেশি কঠিন। আমি তো বলব সবচেয়ে কঠিন কাজ।”
আর দিনকয়েক পরেই শুরু হবে এশিয়া কাপ। সেখানে শাহিন শাহ আফ্রিদি থাকলেও বিরাট কোহলি নেই। শেষবার দুজনের দেখা হয়েছিল চলতি বছরের ফেব্রুয়ারি মাসে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। সেই ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়ে ভারতকে জিতিয়েছিলেন কোহলি। তবে এটাও ঠিক, শাহিনের বিরুদ্ধে কোহলির পারফরম্যান্স দারুণ কিছু নয়। ৬ ইনিংসে ৮৮ রান করেছেন। কোহলিকে দু’বার আউট করেছেন পাক পেসার।
ঘটনা হল, শাহিনের বিরুদ্ধে হাসিম আমলার রেকর্ডও অসাধারণ নয়। তিন ফরম্যাটের ক্রিকেট ৭টি ম্যাচে দক্ষিণ আফ্রিকার ব্যাটার করেছেন ৮২ রান। হাসিম ২০১৯-এ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান। অন্যদিকে কোহলি টি-টোয়েন্টিতে আর খেলেন না। টেস্টেও ভারত-পাকিস্তান হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। সেসবের মধ্যে হাসিমকেই সেরা প্রতিদ্বন্দ্বী বাছলেন পাক পেসার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.