সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একাধিক নজির গড়ে আইপিএলে প্রায় ধরাছোঁয়ার বাইরে চলে গিয়েছেন বিরাট কোহলি। শীর্ষ দুইয়ে থেকে প্লে অফে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই সুখবরের মাঝেই কোহলিকে এবার ‘স্ট্র্যাটেজিক ইনভেস্টর’ হিসেবে নিযুক্ত হয়েছেন ওয়ার্ল্ড বোলিং লিগে। ডব্লিউবিএল তাঁকে কৌশলগত পরামর্শদাতা হিসেবে ঘোষণা করেছে। পেশাদার এই লিগের প্রথম বছর থেকেই যুক্ত হচ্ছেন বিরাট। জীবনের নতুন অধ্যায়ে পা দিতে চলেছেন তিনি।
কোহলির জনপ্রিয়তাকে কাজে লাগাতেই তাঁকে এই ডব্লিউবিএলে যুক্ত করা হয়েছে। এভাবে নতুন এক অধ্যায়ের সূচনা হয়েছে। জানা গিয়েছে, ডব্লিউবিএলের প্রচার ও প্রসার করবেন কোহলি। ওয়ার্ল্ড বোলিং লিগ সম্প্রতি এমএলবি সুপারস্টার এবং ৩ বারের ওয়ার্ল্ড সিরিজ চ্যাম্পিয়ন মুকি বেটসের টিম ওএমজিকে লিগের প্রথম ফ্র্যাঞ্চাইজি হিসেবে ঘোষণা করেছে। ডব্লিউবিএলের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানা গিয়েছে। যদিও এই লিগের সঙ্গে সরাসরি ক্রিকেটের বোলিংয়ের কোনও সম্পর্ক নেই।
লিগ স্পোর্টস কোম্পানির উদ্যোগে শুরু হবে এই লিগ। কোম্পানির প্রতিষ্ঠাতা এবং সিইও আদি কে মিশ্র বলেন, “যখন আবিষ্কার করি, তখনই বিরাটকে ডব্লিউবিএলে যুক্ত করার কথা ভাবি। খেলাধুলার প্রতি বিরাটের অবদান আমাদের অনুপ্রেরণা। এটাকেই আমরা কাজে লাগাতে চাই। বোলিং একটা ঘুমন্ত দৈত্যের মতো। আমরা তাকে জাগানোর জন্য প্রস্তুত। বোলিংয়ের বিশ্বব্যাপী উন্নতিই আমাদের লক্ষ্য।”
কোহলিও ‘স্ট্র্যাটেজিক ইনভেস্টর’ হিসেবে যুক্ত হতে পেরে খুশি। তিনি বলেন, “১১ বছর বয়স থেকে প্রথম বোলিং শুরু করি। ১২ বছর বয়স থেকে স্পিন করি। বোলিংকে তুলে আনার ক্ষেত্রে আদি কে মিশ্রের অভূতপূর্ব অবদান রয়েছে। এই লিগের সঙ্গে যুক্ত হতে পেরে খুবই খুশি।” অনেকের আশা, এই লিগের সঙ্গে কোহলি যুক্ত হওয়ায় তা অনেক জনপ্রিয়তা পাবে। আমেরিকা যুক্তরাষ্ট্রের একাধিক বোলিং ক্লাবও এই লিগে যুক্ত হওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। ওয়াকিবহাল মহলের ধারণা, বিরাটের ‘ব্র্যান্ড ভ্যালু’র কথা ভেবেই তাঁকে এই লিগের সঙ্গে যুক্ত করা হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.