Advertisement
Advertisement
Sourav Ganguly On Shubman Gill

‘ইংল্যান্ডে অন্যতম সেরা…’, শুভমানের রেকর্ড ইনিংস দেখে মুগ্ধ সৌরভ

আর কী বলেছেন মহারাজ?

'One of the best in England...', Sourav Ganguly impressed by Shubman Gill's record innings
Published by: Prasenjit Dutta
  • Posted:July 4, 2025 2:17 pm
  • Updated:July 4, 2025 4:14 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এজবাস্টনে ২৬৯ রানের রেকর্ড ইনিংস খেলেছেন ভারত অধিনায়ক শুভমান গিল। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে দুর্দান্ত ডবল সেঞ্চুরির জন্য ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি প্রশংসায় ভরিয়ে দিয়েছেন শুভমানকে ( Sourav Ganguly On Shubman Gill)। 

Advertisement

শুভমানের মাস্টারক্লাসে মুগ্ধ সৌরভ এক্স হ্যান্ডেলে লেখেন, “অসাধারণ ব্যাটিং গিলের। একেবারে নিখুঁত। ত্রুটিহীন। ইংল্যান্ডে আমার দেখা যেকোনও যুগের সেরা ইনিংসগুলোর মধ্যে একটি। গত কয়েক মাসে অভূতপূর্ব উন্নতি করেছে শুভমান। সম্ভবত টেস্ট ক্রিকেটে ওপেনিং ওর জন্য সঠিক জায়গা ছিল না। এই টেস্টটা কিন্তু ভারত জিততে পারে।”

২৬৯ রানের রেকর্ড ইনিংস খেলার পর ব্রডকাস্টার চ্যানেলে শুভমান বলেন, “এর আগের সিরিজগুলোতেও ভালো ব্যাটিং করছিলাম। কিন্তু ৩০-৩৫ করার পর আউট হয়ে যাচ্ছিলাম। বড় রান আসছিল না। একটু বেশিই ফোকাস করতে যাচ্ছিলাম। অনেকেই বলছিলেন, অনেক সময় বেশি ফোকাস করতে গেলে সমস্যা হয়। মাঠে নামার পর মাথায় শুধু একটা জিনিসই ঘুরত, রান করতে হবে। তাই অতিরিক্ত মাত্রায় ফোকাস করা শুরু করেছিলাম। ব্যাটিংকে উপভোগ করার ব্যাপারটা হারিয়ে গিয়েছিল। তারপর ঠিক করি, বেশি ভাবার দরকার নেই। রান নিয়ে বেশি ভাবব না। যতটা সম্ভব লম্বা সময় ব্যাটিং করব। ঠিক ছোটবেলায় যেভাবে ব্যাটিং করতাম, এই সিরিজেও ঠিক সেভাবেই করছি। ব্যাটিংটা উপভোগ করছি। বেশি কিছু ভাবছি না।”

গিলের ৩৮৭ বলে ২৬৯ রানের ইনিংসটিকে ‘ট্রেড মার্ক’ ধ্রুপদী টেস্ট ইনিংস হিসেবে ব্যাখ্যা করা যায়। উল্লেখ্য, ভারত অধিনায়ক হিসাবে টেস্টে সর্বোচ্চ রান করেছেন গিল। তাছাড়াও এশিয়ার বাইরে ভারতীয় ব্যাটার হিসাবে টেস্টে সর্বোচ্চ রান করেছেন টিম ইন্ডিয়ার টেস্ট অধিনায়ক। টেস্টে ব্যক্তিগত সর্বোচ্চ রানের তালিকায় শুভমান টপকে গিয়েছেন গাভাসকর, শচীন, কোহলিকে। অধিনায়কত্ব পেয়েই পরপর দুই টেস্টে সেঞ্চুরির তালিকায় সপ্তম ব্যাটারকে আশ্চর্য কীর্তি দেখে মহারাজও তাঁকে কুর্নিশ জানালেন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ