সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হরমনপ্রীত কৌরের (Harmanpreet Kaur) ফ্যান ফলোয়ার প্রচুর। ভারতের মহিলা ক্রিকেটকে অন্য এক উচ্চতায় পৌঁছে দিয়েছেন তিনি। সেই হরমনপ্রীতের অটোগ্রাফ নিতে এসেছিলেন এক ভক্ত। কিন্তু সই না পাওয়ায় কান্নায় ভেঙে পড়েন সেই ভক্ত।
ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত ভারত-ইংল্যান্ড (India vs England) প্রথম টি-টোয়েন্টি ম্যাচে হার মানে ভারতীয় দল। তিন ম্যাচের সিরিজে ১-০ পিছিয়ে পড়ে ভারত।
ম্যাচের আগে সেই ভক্ত হরমনপ্রীতের ছবি হাতে নিয়ে বলতে থাকেন, ”হরমন দিদি একটা সই দিও।” কিন্তু ম্যাচের শেষে শূন্য হাতে ফিরতে হয় সেই মহিলা ভক্তকে। হরমনপ্রীতের সই না পেয়ে হাপুস নয়নে কাঁদতে থাকেন তিনি। সেই ভক্তের কান্নার ভিডিও ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়।
ভক্তটি কাঁদছেন, এই ভিডিও পৌঁছয় হরমনপ্রীতের কাছেও। তাঁর কান্না দেখার পরে হরমনপ্রীত লেখেন, ”সম্পূর্ণ ভালোবাসা এবং নিষ্পাপ একটি মুহূর্ত। আশীর্বাদ এবং ভালোবাসা।”
ম্যাচে হরমনপ্রীত ২১ বলে ২৬ রান করেন। তিনটি বাউন্ডারি এবং একটি ছক্কা হাঁকান তিনি। ইংল্যান্ডের ১৯৮ রান তাড়া করতে নেমে ১৫৯ রানে থেমে যায় ভারত। ভারত-ইংল্যান্ডের দ্বিতীয় ম্যাচ শনিবার। ভারত কি সিরিজে সমতা ফেরাতে পারবে?
Young cricket fans in tears after being denied to meet their idols Harmanpreet Kaur and Jemimah Rodrigues 🥹💔
— Female Cricket (@imfemalecricket)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.