Advertisement
Advertisement
Operation Sindoor

জয় হিন্দ… অপারেশন সিঁদুরের জয়গানে মুখর গম্ভীর-বরুণরা, ‘আমরা একত্রিত’, বার্তা শচীনের

'ধর্ম রক্ষতি রক্ষত, ভারতীয় সেনার জয়', লিখেছেন শেহওয়াগ।

Operation Sindoor: Gautam Gambhir to Varun Chakravarthy reacts to Indian army's Air strikes
Published by: Arpan Das
  • Posted:May 7, 2025 9:57 am
  • Updated:May 7, 2025 2:15 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গভীর রাতে পালটা আক্রমণে ভারতীয় সেনা। ‘অপারেশন সিঁদুর’-এ (Operation Sindoor) গুঁড়িয়ে দেওয়া হয় পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গিঘাঁটি। ভারতীয় সেনার বীরত্বের বন্দনা দেশের ক্রিকেটারদের কণ্ঠে। গৌতম গম্ভীর (Gautam Gambhir) থেকে বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy), সবার কণ্ঠে একটাই মন্ত্র- জয় হিন্দ।

এক্স হ্যান্ডলে ভারতের জাতীয় দলের কোচ গৌতম গম্ভীর ‘অপারেশন সিঁদুরে’র ছবি দিয়ে লিখেছেন ‘জয় হিন্দ’। আকাশ চোপড়াও একই ছবি দিয়ে লিখেছেন, ‘আমরা একজোট হয়ে পাশে আছি। জয় হিন্দ’। প্রজ্ঞান ওঝার বক্তব্য, ‘জয় হিন্দ, ভারতীয় সেনার জয়’। আবার বীরেন্দ্র শেহওয়াগ লিখেছেন, ‘ধর্ম রক্ষতি রক্ষত, ভারতীয় সেনার জয়’। যার অর্থ, যে ধর্মকে রক্ষা করে, ধর্ম তাঁকে রক্ষা করে। সুরেশ রায়নাও ‘অপারেশন সিঁদুরে’র জয়গানে মুখর।

শচীন তেণ্ডুলকর এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘একতায় আমরা ভয়হীন। আমাদের শক্তি সীমাহীন। দেশের মানুষই ভারতের রক্ষাকর্তা। এই দুনিয়ায় সন্ত্রাসবাদের কোনও ঠাঁই নেই। আমরা একটাই দল।’

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement