ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রিকেট খেলা নয়, এশিয়া কাপকে বদলার মঞ্চ করে তুলেছেন পাক সমর্থকরা! ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, পাক পেসার হ্যারিস রউফের কাছে এক পাকিস্তানি সমর্থক রীতিমতো জোরালো গলায় দাবি জানাচ্ছেন। ওই পাক সমর্থকের সাফ কথা, ভারতকে ছেড়ে কথা বলা যাবে না। বদলা নিতে হবে। সেই ভিডিও ঘিরে অবশ্য কটাক্ষের বন্যা নেটদুনিয়ায়।
এশিয়া কাপের ইতিহাসে প্রথমবার ফাইনালে ভারত-পাক দ্বৈরথ। চলতি টুর্নামেন্টে এই হাইভোল্টেজ ম্যাচ নিয়ে মাঠে এবং মাঠের বাইরে বহু উত্তেজনা হয়েছে। খেতাবি যুদ্ধে আরও একবার রণংদেহি মেজাজে দেখা যাবে ক্রিকেটারদের। একইরকম আগ্রাসন দেখা যাবে সমর্থকদের মধ্যেও। ঠিক কতখানি উত্তাপ ছড়াতে পারে এশিয়া কাপ ফাইনালে ভারত-পাক দ্বৈরথ ঘিরে, তার আঁচ মিলল বৃহস্পতিবারই। কারণ এদিনই বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপ ফাইনালে গিয়েছেন সলমন আলি আঘারা।
ম্যাচ শেষ হওয়ার পর গ্যালারিতে থাকা দর্শকদের সঙ্গে হাত মেলাতে যান রউফ। সেই সময়েই পাক জার্সি পরে থাকা এক ব্যক্তি রউফের হাত ধরে চিৎকার করতে থাকেন, “ভাই, ভারতকে একদম ছেড়ে কথা বলবেন না। ওদের হারাতে হবে। বদলা নিতে হবে।” তবে ভক্তের এমন অনুরোধের জবাবে রউফ কিছু বলেননি। স্রেফ হাসিমুখে এগিয়ে যান। দুবাই স্টেডিয়ামের এই মুহূর্তের ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।
A fan told Haris Rauf after reaching the final: ‘India ko nahi chhodna, badla chahiye’
— CineSportsX (@SportsCraft381)
তবে ভাইরাল ভিডিও ঘিরে কটাক্ষে মেতেছেন নেটিজেনরা। কারোওর মতে, ‘এই পাকিস্তানি ভক্তই ফাইনালের পর হতাশায় টিভি ভাঙবে।’ আবার কেউ বলছেন, ‘অভিষেক শর্মার কাছে মার খেয়ে পাক সমর্থকদের মাথা খারাপ হয়ে গিয়েছে।’ উল্লেখ্য, চলতি এশিয়া কাপে দু’বার মুখোমুখি হয়েছে ভারত এবং পাকিস্তান। দু’বারই জিতেছে মেন ইন ব্লু। ফাইনালে ছবিটা বদলানোর আর্জি পাক সমর্থকদের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.