Advertisement
Advertisement
Asia Cup 2025

‘উড়ন্ত’ পাকিস্তানের ডানা ছাঁটবে বাংলাদেশ? এশিয়া কাপ ফাইনালের লক্ষ্যে যুযুধান দুই পড়শি

'নকআউট' ম্যাচের আগে খানিকটা সমস্যায় থাকবে বাংলাদেশ।

Pakistan and Bangladesh face each other to reach Asia Cup 2025 final
Published by: Anwesha Adhikary
  • Posted:September 25, 2025 1:54 pm
  • Updated:September 25, 2025 2:27 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়া কাপের (Asia Cup 2025) ফাইনালে যাবে কে? বৃহস্পতিবারের ম্যাচেই সেই প্রশ্নের উত্তর মিলবে। কার্যত সেমিফাইনাল খেলতে এদিন মাঠে নামছে বাংলাদেশ এবং পাকিস্তান। এই ম্যাচে যে জিতবে, সরাসরি ফাইনালের টিকিট পেয়ে যাবে সেই দল। তবে ‘নকআউট’ ম্যাচের আগে খানিকটা সমস্যায় থাকবে বাংলাদেশ। পরপর দু’দিন দু’টি ম্যাচ খেলতে হবে টাইগার ব্রিগেডকে।

Advertisement

এশিয়া কাপের গ্রুপ পর্বে একটি করে ম্যাচ হেরেছিল পাকিস্তান-বাংলাদেশ দুই দলই। তারপর সুপার ফোরে ভারতের কাছে ভূপতিত হয়েছে তারা। ফলে দুই দলের কাছেই সুপার ফোর পর্যায়ে ২ পয়েন্ট রয়েছে। বৃহস্পতিবার যে জিতবে, ৪ পয়েন্ট পেয়ে ফাইনালে চলে যাবে সেই দল। ইতিমধ্যেই এশিয়া কাপ ফাইনালে উঠে গিয়েছে ভারত। রবিবার সূর্যকুমার যাদবদের প্রতিপক্ষ কে হবে, সেটাই নিশ্চিত হবে বৃহস্পতিবারের ম্যাচে।

তবে বৃহস্পতিবারের ম্যাচে খানিকটা চাপে থাকবে বাংলাদেশ। বুধবারই ভারতের কাছে হারতে হয়েছে তাদের। তার উপরে চোট রয়েছে অধিনায়ক লিটন দাসের। তাঁর পরিবর্তে নেতৃত্ব দিচ্ছেন জাকের আলি। পাক ম্যাচে নামার আগে তিনি বলেন, “যেভাবে ম্যাচের পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়েছে ছেলেরা, আমি খুবই খুশি। পাকিস্তানের বিরুদ্ধেও নিজেদের সেরাটা দিয়ে আমরা খেলব। কাউকে হালকাভাবে নিতে চাই না, নিজেদের শক্তি-দুর্বলতা নিয়েই ভাবছি।”

অন্যদিকে নিজেদেরকে কার্যত ফাইনালিস্ট ভেবে ফেলেছে পাকিস্তান। পাক পেসার শাহিন আফ্রিদি সাফ জানিয়েছেন, খেতাবি যুদ্ধে পাকিস্তান ভারতকে যোগ্য জবাব দেবে। শ্রীলঙ্কার বিরুদ্ধে জিতে সুপার ফোরের রাস্তা কিছুটা সাফ করেছে পাকিস্তান। তারপরেই পাক তারকাদের হুঙ্কার, আর তো দুটো ম্যাচ, তারপরই চ্যাম্পিয়ন হয়ে যাব। কিন্তু বৃহস্পতিবার বাংলাদেশের কাছে হারলেই এশিয়া কাপ থেকে ছুটি হয়ে যাবে সলমন আলি আঘাদের।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ